আমাদের কথা খুঁজে নিন

   

আর রাত্ যত গভীর হবে আমরা সব ভুলে গিয়ে ঘুমিয়ে পরব । আর নিজের হত্যার সিরিয়ালের জন্য অপেক্ষা .।। কবে জানি আমিও আমার লাস্ট ফেসবুক স্টেটাস দিয়ে ফেলব.।।। ভয় হয় । কারন ওরা খুব শক্তিশালী .।। খুউউউউউব ।

পুরান আমি নব ভাবনায় বিভোর.. সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি । হত্যা হলেন এই দম্পতি । এই নিয়ে কৌশলি খাতুন হিসেবে ৪৮ ঘন্টার কথা বললেন । বিরোধী দলও কম জান না । রাজনীতি করতে ছাড়ে নি এটা নিয়ে ।

কিন্তু আমাদের সাধারন জনগনের মনের চাওয়া তো উপেক্ষিত থেকে যায় সবসময় । এখনও তাই হবে । বিচারের বানী বর্ডার এ গিয়ে কান্নাকাটি করবে । অসব নিয়ে আমাদের রাজা বাদশাদের ভাবার সময় নেই । তারা আরো গুরুত্বপুর্ন বিষয় নিয়ে ব্যস্ত থাকেন ।

আমাদের এটা বুঝা উচিত ! ! জনগন সবসময় অবুঝ হলে চলবে কেমনে ???? এভাবে একের পর এক হত্যা হবে আর তার বিচার হবে না , তদন্ত চলতে থাকবে অনাদিকাল । এটাই কি নিয়মে পরিনত হয়ে যাচ্ছে না??? এর ফলাফল হবে আরো ভয়াবহ । কারন এতোমধ্যে গত কয়েকবছরের তুলনায় অপরাধ প্রবনতা বেরেছে অনেক বেশী । ২০১১ সালে দেশের সব থানায় এক লাখ ৬৯ হাজার ৬৬৭টি মামলা হয়েছে। এ হিসাবে প্রতিদিন গড়ে ৪৬৫টি মামলা হয়েছে।

এর আগের বছরের তুলনায় মামলা বেড়েছে ৬ শতাংশ। ২০০৯ সালে প্রতিদিন গড়ে ৪৩০টি করে মামলা হয়। তবে এ সংখ্যা ২০০৮ সালের তুলনায় সামান্য কম হলেও ২০০৬ ও এর আগের বছরগুলোর তুলনায় অনেক বেশি। এতে বলা হয়, গত বছর দেশে ৩১ হাজার ৬৯৬টি মাদক-সংশ্লিষ্ট অপরাধ হয়েছে। দয়াকরে সব বিষয় নিয়ে রাজনীতি করা বাদ দেন রাজারা ।

কারন হত্যা বা অপরাধ প্রবণতা বেরে যাওয়ার ক্ষেত্রে এটি প্রভাবক হিসেবে কাজ করবে । হত্যার মত অপরাধ করেও যদি পার পেয়ে যাওয়া যায় তাহলে ভ্য় কথায় ??? কাকে ভয় ??? যাকে ইচ্ছা কোপাও ...। কোপায় সব ভাজ করে ফেলো । আর একটা বিষয় চোখে পড়েছে সবার সেটা হল আমাদের মিডিয়া তে সাগর - রুনী কে নিয়ে আজগুবী সব রিপোর্ট আসছে । এই রিপোর্ট গুলোর জন্য তদন্ত কোন দিয়ে প্রভাবিত কেও করছে কিনা সেটা আমাকে ভাবায় ।

অনেকে বলছে রাঘব বোয়াল রা জরিয়ে আছে এই হত্যার সাথে । তার মানে কি এরা আমাদের আইনের উর্ধে ?? তাহলে কি দেশে ২ ধরনের আইন । আমাদের মত সাধারন মানুষের জন্য বিচার অন্য ভাবে হবে । পুলিশের ভাষায় মানবদেহ-সংক্রান্ত অপরাধের মধ্যে রয়েছে খুন, দাঙ্গা ও দাঙ্গায় খুন। গত বছরে দেশে তিন হাজার ৯৬৯টি খুনের ঘটনা ঘটে।

এর মধ্যে দাঙ্গায় খুন হয় ৩৬ জন। গত বছর দেশে চার হাজার ১৬৮টি খুন ও ১১২টি দাঙ্গা হয়েছে। সংবাদকর্মীরা আমাদের জাতির কন্ঠস্বর । ওদের কে হত্যার মাধ্যমে অন্যদেরও কি এখন মৃত্যুভয় তারিত করবে কিনা প্রশ্ন থেকে যায় । বারবার আমাদের সরকার পাল্টে আর আমরা শুশাসন থেকে বারবার বঞ্চিত হই ।

আর কত ?? সন্ত্রাসী আর আপরাধী রা যদি আমাদের সংবাদ কর্মী ও বিবেকযোদ্ধাদের থামাতে চায় যদি কেও তবে তাদের নিরাপত্তার উপায় বিধান সরকারের দায়িত্ব । নাহলে সত্য নিত্য মারা পরবে আনাচে কানাচে । । আর অন্ধকারের দিকে এগিয়ে যাব । সভ্য যুগে আমরা অসভ্যতার নতুন বিজ বপন করব ।

আমি জানি দু এক দিন পরে মেঘের কথা ভুলে যাবেন সবাই । নতুন কোন জজমিয়ার জন্ম না হলেই হয় । গতকাল রাতে সাগর ভাইয়ের ফেসবুক আইডি টা খুলতেই .। ধক করে বারি মারলো হৃদপিন্ড টা .। ।

ওদের ছবি গুলো ভাবালো অনেক ক্ষন । আর রাত্ যত গভীর হবে আমরা সব ভুলে গিয়ে ঘুমিয়ে পরব । আর নিজের হত্যার সিরিয়ালের জন্য অপেক্ষা .। । কবে জানি আমিও আমার লাস্ট ফেসবুক স্টেটাস দিয়ে ফেলব.।

। । ভয় হয় । কারন ওরা খুব শক্তিশালী .। ।

খুউউউউউব । বিঃ দ্রঃ এখানে কেও রাজনীতি খুজবেন না । এটি একটি অরাজনৈতিক লেখা । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।