আমাদের কথা খুঁজে নিন

   

প্রথম আলো এবং বিডিনিউজ২৪.কম VS অন্যান্য গণমাধ্যম।

ফেইসবুকে আমি>> www.facebook.com/srshobuj আমার ডায়েরী পাতা>http://shobujbd.wordpress.com প্রথমে বলে রাখি যাদের রাজনৈতিক চুলকানি আছে দুইশ হাত দূরে থাকুন। বাংলাদেশে যত পত্রিকা আছে আমার কাছে সবচেয়ে ঘৃণিত পত্রিকা হল প্রথম আলো এবং বিডিনিউজ২৪ ডট কম। এই পত্রিকা দুটি কোন না কোন এক পক্ষের দালালির দিক দিয়ে শীর্ষে আছে। কখনো এক পক্ষকে চরম বাঁশ দেয়, আর এক পক্ষকে দুধে দোয়া তুলশিপাতা বানিয়ে দেয়। কখনো এক পক্ষকে উস্কানি দেয়, আর এক পক্ষকে শান্তনা দেয়।

যে পক্ষকে উস্কানি দেয় তাঁরা কিন্তু আগে থেকে জানে যে উস্কানি দিলে কি হতে পারে। কিছুদিন গরম গরম চাঙ্গা খবর দিবে প্রথম পাতায়। তাও হেডলাইন দেবে অপাদমস্তক অঙ্গ প্রত্যঙ্গ গরম হওয়ার মত। একটা কথা আছে আমাদের গ্রামের ভাষায় "তেল্লা মাথায় তেল আর আতেল্লা মাথায় পানি" দিতে ওরা কিন্তু খুব এক্সপার্ট । অন্যান্য গণমাধ্যমের নিউজ আর এই দুই পত্রিকার নিউজের মধ্যে সবসময় একটা পার্থক্য লক্ষ করা যায়।

এদের প্রত্যেকটা নিউজের মধ্যে অন্যরকম উস্কানি মূলক কথাবার্তা দিয়ে নিউজ করে। এরদ্বারা হয় রাজনৈতিক নেত্রী বৃন্দকে না হয় বিরোধী দলকে না হয় জনগণকে না হয় ভিবিন্ন সাম্প্রদায়িক লোকদের কে উস্কে দিয়ে নিয়মিত এরা ভিবিন্ন ঘটনার জন্ম দিচ্ছে। এই বালের পত্রিকা গুলিকে এখন বাথরুমের টিসু বানাইবার মন চায়। আচ্ছা এদের কি ভিবেক বলতে কিছু নাই? কেন তাঁরা এই জনগণের বিশ্বাস নষ্ট করতেছে। মানুষকে কি তাঁরা বোকা ভাবে? ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৬ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।