আমাদের কথা খুঁজে নিন

   

ওরে মিতা কেনো দিলি গলায় ফিতা!!

......... ২০০৪/৫ এর দিকের কথা! তখন কলেজে পরি। একদিন কলেজে কিছু বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমাদের কলেজে এসে বন্যা দুর্গতদের জন্য সাহায্য চাইতে আসলো। তাদের সাহায্যর ধরন অবশ্য একটু অন্য রকম ছিলো। তারা ঢাকা টি এস ছি তে বন্যা দুর্গতদের জন্য একটি কনসার্ট আয়োজন করেছে তার টিকিট বিক্রি করতে চাচ্ছিলো। যাই হোক আমরা বন্ধুরা কোনো কিছু চিন্তা না করেই টিকিট কিনে ফেললাম।

কনসার্টের এক ফাঁকে হটাত দেখি মিতা নূর মঞ্চে কবিতা আবৃতি করছে দেখে বিরক্তি সহকারে বাথরুমে চলে গেলাম। বাথরুম থেকে বের হবো এমন সময় দেখি মিতা আপা সামনে দিয়ে যাচ্ছে কি বুঝে জানি না হটাত বলে উঠলাম ফিতা আপা। উনি থমকে দাঁড়ালো, আমার দিকে তাকিয়ে একটা বুকে কাঁপন ধরা হাসি দিয়ে চলে গেলো। এতো সুন্দর হাসি আমি আগে কখনো দেখিনি। দুই তিন রাত আমি স্বপ্নে সুধু ওই হাসি দেখতাম।

যাই হোক ঘটনা অনেক আগের কিন্তু হাসিটা এখনো নতুন। যখন শুনতে পেলাম তার মৃত্যু সংবাদ তখন সুধু সামনে ভেসে আসছিলো তার সেই হাসি। তার ফেবুতে শেষ কমেন্টসটা দেখলাম মনে হলো ভালোবাসার ঘারতি রয়েছে কিন্তু আমার দিক থেকে তার জন্য ভালোভাসার কোনো ঘারতি হবে না। তার শেষ স্ট্যাটাস ফেবুতে""Ekhon haowi mithai khelam,pink color,puffy,dekhe mone holo manusher valobasha thik amoni,dehkte shundor puffy mukhe deowar por milye jai nimeshei,.haire valobasha.!""""""""""""""'  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।