আমাদের কথা খুঁজে নিন

   

শোয়েবের বিয়ে

সময় মেপে চলেন তিনি, শোয়েব তাহার নাম, আমরা সবাই আকাম ঘুরি, তিনি করেন "কাম"! এই "কাম"টা সেই কাম নয়, যাহা ঘটে খাটে এই কামটা করব কখন, ভেবে যে বুক ফাটে! এই কামের-ই সূত্রখানা শোয়েব জানেন ভালো, শুইতে গিয়ে তাড়াতাড়ি নিভিয়ে দেন আলো। আমরা যখন সবকিছুতে করছি কিছু দেরী, শোয়েব তখন বিয়ের ঘাটে নিয়ে গেলেন ফেরী। আমরা বলি, "ও ভাই শোয়েব, শুনেন ভাল করে, ঐ কাজটা করবেন না ঘড়ির সময় ধরে!" বিয়ের পরে চলে যাবেন লাস-ভেগাসের দেশে চক্ষুজোড়া হারিয়ে যাবে ব্লন্ড-ব্রুনেটের কেশে! মারলেন ভাই দক্ষ হাতে দুই পাখি এক ঢিলে, এন-আর-বি পাত্রী কি আর সহজেতে মিলে?

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।