আমাদের কথা খুঁজে নিন

   

সাইবার যুদ্ধটি বিপুল সম্ভাবনার

"বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র" আনোয়ার ফরহাদ, নিজস্ব প্রতিনিধি ও মাসুদ জাকারিয়া, ব্যবস্থাপনা সম্পাদক, প্রবাসীপত্র.কম বাংলাদেশ বনাম ভারতের হ্যাকারদের মধ্যে সাইবার যুদ্ধ অনেকদূর গড়িয়েছে। সর্বশেষ ১২ ফেব্রুয়ারী পর্যন্ত বিএসএফ এর ওয়েবসাইট দ্বিতীয়বার হ্যাকসহ ১৫ হাজারের বেশি ভারতীয় সরকারী-বেসরকারী সাইট হ্যাক করেছে বাংলাদেশী হ্যাকাররা। আর বাংলাদেশী ১৫০টি সরকারী সাইট হ্যাক করেছে ভারতীয় হ্যাকাররা। সাইবার যুদ্ধ নতুন ঘটনা না সাইবার যু্দ্ধ বাংলাদেশে নতুন হলেও বিশ্বের ইতিহাসে কয়েকশবার সংগঠিত হয়েছে এবং প্রতিনিয়ত হচ্ছে। টেকনিক্যাল বিবেচনায় সাইবার যুদ্ধ বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ এবং এটিই এর সম্ভাবনার দিক।

যুক্তরাষ্ট্র-রাশিয়া, ইসরাঈল-ইরান, ভারত-চীন, ভারত-পাকিস্তান, চীন-জাপান, প্যালেস্টাইন-ইসরাঈল ইত্যাদি দেশের সাইবার যুদ্ধগুলি অনেক পরিচিত ঘটনা। বাংলাদেশ ভারত সাইবার যুদ্ধ কেন? বিএসএফ ২০১১ সালের প্রথম দিকে বাংলাদেশী কিশোরী ফেলানীকে নৃশংসভাবে হত্যা করে কাঁটাতারের উপর ঝুলিয়ে দেয়। বাংলাদেশসহ সারা বিশ্বের মিডিয়ায় এ ঘটনা প্রচারিত হয় এবং ভারতের এ আগ্রাসী ও নির্মম হত্যাকান্ডের বিরুদ্ধে নিন্দা জানায় বিশ্ববাসী। শুধু এ ঘটনাই নয়, প্রতিনিয়তই ভারত সীমান্তে বাংলাদেশীদের গুলি করে হ্ত্যা করে। কিছুদিন, আগে আবার বিএসএফ এর এক নিঃলজ্জ কর্মকান্ড বিশ্ববাসী দেখল খোদ তাদেরই মিডিয়া এনডিটিভিতে এবং এর প্রতিবাদে এবার বাংলাদেশের হ্যাকাররা বিএসএফ এর সাইট হ্যাক করে ফেলানীর ছবি তুলে দেয়।

বাংলাদেশের হ্যাকারদের বিভিন্ন প্রচারনা পর্যবেক্ষণ করে দেখা যায় ফেলানীর এ ঘটনা এবং সীমান্তে বিএসএফ এর প্রতিদিনকার হত্যা নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ ভারতীয় কতৃপক্ষকে সতর্ক করতে তাদের এ উদ্যোগ। কিন্তু, বাংলাদেশ-ভারত হ্যাকিং যুদ্ধ প্রথম শুরু করে বাংলাদেশ নয়, ভারত। বছর খানেক আগে অনেকটা ফ্যাশনস্বরূপ ভারতীয় হ্যাকাররা বাংলাদেশ সরকারের কিছু সাইট হ্যাক করে ’জয় হিন্দ’ লিখে দেয়। নৈতিক বিবেচনা বর্তমান বিশ্বে হ্যাকিংকে অনৈতিক বা অবৈধ কাজ হিসেবে না দেখে বরং টেকনিক্যাল দিক থেকে দেখা হয়। হ্যাকিং এর মাধ্যমে ক্রেডিট কার্ড বা ব্যাংক একাউন্ট হ্যাক করা ইত্যাদি গর্হিত কাজ।

কিন্তু হ্যাকিংয়ের মাধ্যমে সিকিউরিটি দুর্বলতা ধরিয়ে দেয়া একটি টেকনিক্যাল যোগ্যতা হিসেবে বিবেচনা করা হয়। তবে, রাষ্ট্রীয় কোন সাইট হ্যাক করা এবং ‘জয় হিন্দ’ জাতীয় শব্দ প্রজোযনা করার সাথে রাষ্ট্রের সার্বভৌমত্ব জড়িত। মার্কিন যুক্তরাষ্ট্রের সাইবার আইনে বিষয়টি এভাবেই দেখা হয়। ভারত সে কাজটিই করেছে বাংলাদেশের সাথে। অপরদিকে বাংলাদেশী হ্যাকারদের হ্যাকিং কেবল প্রতিবাদের অংশমাত্র।

সীমান্ত বিষয়ে ভারতীয় কর্তৃপক্ষের বক্তব্য ও কার্যকলাপ প্রতিনিয়তই উস্কানিমূলক এবং এ হ্যাকিং সেগুলোই বিরোধীতামাত্র। ভারতের করণীয় আমাদের বিবেচনা, ভারতীয় কর্তৃপক্ষের উচিৎ এখনি সীমান্ত বিষয়ে সঠিক রাজনৈতিক সিদ্ধান্তগ্রহণ। শুধুমাত্র সীমান্ত হত্যা নয়, টিপাইমুখ বাঁধ, গঙ্গার পানি, ট্রানজিট ইস্যু ও অপরাপর সব বিষয়ে অগনতান্ত্রিক আচরণ থেকে সরে আসা। প্রতিনিয়ত কূটনৈতিক অসৌজন্যতামূলক বক্তব্য পরিহার করা। কারণ, আমাদেরকে মনে রাখতে হবে বাংলাদেশী হ্যাকার নিজ হাতে হ্যাকিংয়ের কাজটি করলেও বাংলাদেশের জনগন মানসিকভাবে এ প্রতিবাদে শামিল আছে।

এ ঘটনার একটি গুরুত্বপূর্ণ দিক একটি বিষয় এখন অত্যন্ত পরিস্কার টেকনিক্যালি সাউন্ড স্কিল না থাকলে ভারতের মত আইটি জায়ান্ট দেশের হাজার হাজার ওয়েবসাইটের সিকিউরিটি ডোর ভেঙ্গে বাংলাদেশের হ্যাকার-প্রোগ্রামাররা এ কাজটা করতে পারত না। ভবিষ্যতে আমাদের সরকারী-বেসরকারী সাইট ও সার্ভারগুলির নিরাপত্তার কাজে তাদেকে কাজে লাগান যেতে পারে। ‍দ্বিতীয়ত, সারা বিশ্বের আইটি এম্লয়াররা এখন নিশ্চয় দেখছেন, বাংলাদেশের প্রোগ্রামারদের একটি বিশাল অংশ সিকিউরিটি বিষয়ে অনেক বেশি দক্ষ হয়ে উঠেছে যা তাদের কাজগুলি বাংলাদেশে আউটসোর্স করতে তাদেরকে বিপুলভাবে উৎসাহিত করবে। বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত আইটি ব্যবসায়ের সাথে জড়িত বাংলাদেশীরা যদি এ বিষয়টি সেসব দেশে তুলে ধরেন তাহলে ভবিষ্যতে লক্ষ লক্ষ ডলারের আইটি প্রজেক্ট বাংলাদেশে আসতে পারে। এভাবে দেখলে এ ঘটনা রাজনৈতিক ও অর্থনৈতিক দুইভাবেই বাংলাদেশের জন্য সুদূর প্রসারী ভূমিকা রাখতে পারে।

নির্ভর করছে সরকারের দৃষ্টিভঙ্গি ও তাদেরকে সঠিকভাবে ইউটিলাইজ করতে পারার উপর। প্রবাসীপত্র.কম/আমা. [লেখকের অনুমতি সাপেক্ষে একটি কপি-পেস্ট পোস্ট] [তথ্যসুত্রঃ প্রবাসীপত্র.কম ফেব্রুয়ারি 13, 2012 ]  ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.