আমাদের কথা খুঁজে নিন

   

অপেক্ষা

জীবন কিন্তু একটাই এখন দুইটা বাজে,জিনিয়া সেলিমকে ফোন দিল,দুইবার রিং হবার পর ওপাশ থেকে ফোন ধরল সেলিম। জিনিয়া-হ্যালো,হ্যালো -হুঁ,বল -কি কর? -কি করব আর? -ব্যস্ত? -নাহ,আজকে বেশি ব্যস্ত না,আরামেই আছি -আমি আজকে কোন শাড়ী পরব? -পর একটা... -তুমি বলো না... -নীল বা সবুজ একটা পর। -আচ্ছা,তুমি কখন আসবা? -আমি আবার কখন আসব?প্রতিদিন যে সময় আসি.... -হ্যাঁ,তাইত,আচ্ছা রাখি আজকে সেলিম আর জিনিয়ার দ্বিতীয় বিবাহবার্ষিকী,প্রথম বার বার্ষিকীতে সেলিম অফিসের ট্যুরে ঢাকার বাইরে ছিল,সেবার খুব মন খারাপ হয়েছিল জিনিয়ার। এবার দু’জন একসাথে, তাই খুব ভাল লাগছে তার। আজকে সকাল থেকে জিনিয়ার মন খুব খুশি।

গতকাল সেলিম কে না জানিয়ে বাইরে গিয়ে দুটো বই কিনেছে,সেলিম কে দিবে,বই পড়তে খুব পছন্দ করে সেলিম। দুপুর থেকে খুব ব্যস্ত জিনিয়া। সেলিমের পছন্দের আইটেম গুলা রান্না করতে হবে। ##### চারটার পর আবার সেলিমকে ফোন দিল জিনিয়া সেলিম-হ্যালো,কি? জিনিয়া-কিছুনা,এমনি ফোন দিলাম সেলিম-তাহলে রাখি জিনিয়া-আচ্ছা,তুমি খিচুড়ি খাবে না পোলাও? সেলিম-পোলাও,আচ্ছা এখন রাখি ###### রাস্তার একপাশে খুব জটলা,একটা বাস জেব্রা ক্রসিং-এ একজন লোককে ধাক্কা দিয়ে পালিয়েছে। লোকটার নাম-ঠিকানা বের করার চেষ্টা করছে সবাই।

“এম,এ,সেলিম...”,মৃতদেহের চারপাশে কয়েকটা তাজা গোলাপ,রক্তের সাথে মিশে যাচ্ছে...। নীল শাড়িটা পরে বসে আছে জিনিয়া। পাঁচটা বাজে। অপেক্ষা করছে। আর একটু পরেই সেলিম চলে আসবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.