আমাদের কথা খুঁজে নিন

   

আমার চিকেন ফ্রাই ওরফে ব্যাং ভাজা ওরফে মুরগী ভাজা খাওয়া

আনাড়ী রন্ধন শিল্পীর ব্লগ B-)। ব্লগের বাজে-মানহীন লেখাগুলোর মাস্টার পিস দেখতে চাইলে এই ব্লগারের পোষ্ট গুলো পড়ে দেখতে পারেন। কথা দিচ্ছি, নিরাশ হবেন না। B-) সেদিন কলেজ থেকে ফেরার সময় বাস থেকে নেমে হেটে বাসায় ফিরছিলাম। দেখি এলাকায় CP'র দোকান ছিয়েছে।

ভাবলাম ভালই ত এলাকায়-ই একটা ব্র্যান্ড। পরে আরেকদিন ফেরার পথে ভাবলাম আজকে কিছু নিয়ে যাই কিন্তু দুইটা বেজে গেছে ফিরতে ফিরতে, দোকান আর খোলা পেলাম না। আমার আবার কোন কিছুর কথা মনে হলে সেটা না হওয়া পর্যন্ত শান্তি নেই আর সেটা যদি হয় খাবার, তবে তো কথাই নাই(!) যাইহোক আরেক দিন দেখি খোলাই পেলাম। ঢুকলাম দোকানে। বললাম দুইটা চিকেন ফ্রাই আর দুইটা সসেজ দিতে।

আমি এর আগে একবার-ই CP তে খেয়েছি সেটা উত্তরায়, সসেজ আর চিকেন বল। যাগগে মনের আনন্দে পেট ভরা খিদে নিয়ে বাসায় আসলাম। চিন্তার করলাম এখন রান্না করা লাগবে তার পরে খাওয়া। সসেজটা খেয়ে নেই পরে ঝটপট প্রেসারকুকারে খিচুড়ী বসাই, চিকেন ফ্রাই দিয়ে খাবো। যেইভাবা সেই কাজ।

কিন্তু সসেজ মুখে দিয়ে.....এত ঝাল এতঝাল.... । যাক খিচুড়ী চুলায় দিয়ে ভাবলাম চিকেন খেয়ে দেখি একটু (তর সইছিলো না ) । একপিস দিয়েছে রান আরেক পিস যে কোনখানের ছিলো বুঝলাম না। প্রথমে বের করে দেখি বাসায় বানানো চিকেন ফ্রাই'র মত কালচে হয়েছে আর সাইজটা দেখে মনে মনে ভাবলাম কিরে চিকেনের বদলে চড়ুই ফ্রাই দিল নাকি ! দেখি নাহ, চড়ুই হলে তো শক্ত হতো এটাতো নরম নরম। এবার মনে হলো আয় হায় তাইলে ব্যাং ভাজা দিলো নাকি! ।

যা আছে কপালে, খেয়েই দেখি। এক কামড় দিলাম, নাহ ব্যাং ভাজা না, মুরগী ভাজাই দিসে। গেলার পরে বুঝলাম, ওরে বাবারে বাবা.....এতঝাল....এত ঝাল....এত ঝাল....দাড়ান একটু পানি খেয়ে আসি। আর স্বাদটাও ভাল লাগেনাই আমার কাছে। মনে হয়েছে ম্যাগী নুডুলসের মশলা দিয়ে মাখিয়ে রেখেছিলো মুরগী ! যাগগে, তার পরে আরেকটু খেয়ে মনে হল মাংসের ভিতরে কেমন নরম নরম.....মনে হচ্ছিলো কাঁচা রয়ে গেছে।

! মাংসের ব্যাপারে আমি কাঁচা বলে বলেও খেয়ে ফেলতে পারি, একটু ঘিন্না ঘিন্না লাগে তার পরে কিভাবে যেনো খেয়ে নিই! ঐদিনও তাই করলাম। তবে CP'র চিকেন ফ্রাই আর কখনো খাওয়ার খায়েশ একেবারেই নাই! ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।