আমাদের কথা খুঁজে নিন

   

আসলেই কি কিছু ঘটছে নাকি চিলে কান নিয়ে গেল ?

বাধঁ জোড়ার আওয়াজ > With Great Power, Comes Great Responsibility সিস্টেম অ্যাডমিন বলেছেন: লেখক এবং অনন্য ব্লগারগন যারা কিনা সাইবার ওয়্যার নিয়ে ব্লগের ফন্ট পেজ ভরিয়ে ফেলছেন। তাঁদের কাছে আমার একটাই প্রশ্ন ? আপনারা বলছেন যে ভারতীয় দের প্রায় ২০ ০০০ !!ওয়েবপেজ হ্যাক হয়েছে, এবং প্রতিনিয়ত হয়ে চলেছে। কিন্তু ভারতীয়রা কি আপনাদের কর্মকাণ্ড সম্পর্কে কিছু জানে? আমি বলতে চাইছি যে সাইবার ওয়্যার বিষয়ে কোন খবর কি ভারতের প্রথম সারির খবর কাগজ বা electronic Media তে প্রকাশিত হয়েছে? কোন লিঙ্ক থাকলে দেন । আর যদি সেটা না হয়ে থাকে , তাহলে তো দেখা যাছে , যাঁদের কে আপনারা message দিতে চাইছেন , তারাই জানল না , আর আপনারা উল্লাস করে চলেছেন । ------------ আমার কথা হল , ভারত ঠিকই বুঝতে পারছে কিন্তু এই হ্যাক টা যদু মদু শাম এর মত ।

মানে দুধ ভাত ভারতের জন্য । হ্যাক করতে কোয়ালিটি লাগে, কোয়ানটিটি দিয়ে হ্যাক হয় না ! কাপড় বিক্রী করতে ১ কোয়ালিটির যা দাম থাকবে , ১০টা নিম্ন কোয়ালিটির তাও থাকবে না । তবে হ্যাকিং এর পক্ষে আছে । হ্যাক করতে চাইলে .. নামী সাইটগুলোকে টার্গেট করার আহ্বান জানাচ্ছি । তারপরেই বলা যাবে হ্যাকিং এর মত হ্যাকিং ।

তাহলে ভারত কেন, পুরা বিশ্ব শুদ্ধা কাপানাো যাবে । আমি যেন আমি আমার কোম্পানীর টিভি চ্যানেলের বুলেটিন এ এ্যানোনিমাস এর মত বিডি হ্যাকিং টিমের সাইবার এ্যাটক এর তথ্য পাই, ভারতীয় কলিগদের যেন চোখ পড়ে । সেটা কি করতে পারবে ? এই পোষ্ট পড়ে যে আক্রমণাত্নক মন্তব্য হলে , পাল্টা মন্তব্য করা হবে । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।