আমাদের কথা খুঁজে নিন

   

কোকোর ১০ মিলিয়ন ডলার জব্দ করেছে এফবিআই

শুক্রবার ঘটনাস্থল হংকং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক আরাফাত রহমান কোকোকে 'ঘুষ' হিসেবে দেওয়া ১০ মিলিয়ন ডলার জব্দ করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের হংকং শাখা থেকে শুক্রবার এ অর্থ জব্দ করা হয়। অ্যাকাউন্ট হোল্ডার (হিসাব গ্রহণকারী) মিজানুর রহমান এ অর্থ সিমেন্সকে কাজ পাইয়ে দেওয়ার বিনিময়ে কোকোকে দিয়েছিলেন। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংককে ই-মেইলের মাধ্যমে জানিয়েছে এফবিআই। আন্তর্জাতিক মানি লন্ডারিং আইনের অধীনে জব্দকৃত অর্থ ফেরত আনার প্রক্রিয়া ইতোমধ্যে শুরু করেছে বাংলাদেশ ব্যাংক ও রাজস্ব বোর্ড।

প্রাথমিক যোগাযোগ হিসেবে বাংলাদেশের স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের প্রধানকে সহায়তার জন্য বলা হয়েছে। সংশ্লিষ্ট একাধিক সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে। এফবিআইয়ের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র, জার্মানি ও ইতালির তদন্ত এবং সিমেন্স এজির নিজস্ব তদন্তে ঘুষের বিষয়টি প্রমাণিত হয়। সিমেন্স জার্মান প্রতিষ্ঠান হলেও তা নিউইয়র্কে স্টক এঙ্চেঞ্জে নিবন্ধিত। মার্কিন আদালতে ঘুষ দেওয়ার দায়ে দোষী সাব্যস্ত হয়েছে সিমেন্স বাংলাদেশও।

শাস্তিস্বরূপ তাদের পাঁচ লাখ ডলার জরিমানা দিতে হবে। ২০০৮ সালের ১২ ডিসেম্বর মার্কিন আদালত এ রায় দেন। 'দ্য ফরেন করাপ্ট প্র্যাকটিসেস অ্যাক্ট-১৯৭৭' আইনে যুক্তরাষ্ট্র সরকার এ মামলাটি করে। যুক্তরাষ্ট্রের কলম্বিয়ার ডিস্ট্রিক্ট কোর্টে সিমেন্স এজির বিরুদ্ধে মামলা হয়। এর মধ্যে সিমেন্স বাংলাদেশও রয়েছে।

ডিস্ট্রিক্ট জজ রিচার্ড জে লিওনের আদালতে সিমেন্স এজি তাদের দোষ স্বীকার করে। সিমেন্স বাংলাদেশের বিরুদ্ধে এ মামলার বিবরণে টেলিটকের কাজ পেতে কোম্পানিটি কী ধরনের অসাধু পন্থা অবলম্বন করেছিল, তার বিস্তারিত তুলে ধরা হয়েছে। সেখানে বলা হয়, কোকোকে ঘুষ হিসেবে অর্থ দেওয়া হয়েছিল। প্রতিশ্রুত টাকা দেওয়া হয়নি বলে কোকো অভিযোগ করলে তাকে আবারও অতিরিক্ত অর্থ দেওয়া হয়। সে হিসেবে ২০০৫ সালের সেপ্টেম্বরে তার সিঙ্গাপুরের ব্যাংক হিসাবে এ অর্থ জমা পড়ে।

আর এ জন্য ব্যবহার করা হয় স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের অপর একটি অ্যাকাউন্ট। এ অ্যাকাউন্টে অর্থ জমা দেন সিমেন্স বাংলাদেশের প্রতিনিধি মিজানুর রহমান। সে টাকাই শুক্রবার জব্দ করা হলো। যেভাবে ঘুষ লেনদেন : যুক্তরাষ্ট্রে মামলার নথিতে উলি্লখিত তথ্য থেকে জানা যায়, সিমেন্স ২০০০ সালে বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের আমল থেকেই টেলিটক মোবাইল ফোন প্রকল্পের কাজ পেতে চেষ্টা চালায়। এ জন্য ফজলে সেলিম ও জুলফিকার আলী নামের দুজনকে পরামর্শক হিসেবে নিয়োগ দেয় সিমেন্স বাংলাদেশ।

২০০১ সালের ২৭ মার্চ সিমেন্স ইতালির বাণিজ্য বিভাগের একজন কর্মকর্তা ওই দুই পরামর্শকের সঙ্গে একটি চুক্তি সই করেন। এতে বলা হয়, ফজলে সেলিম ও জুলফিকার আলীর বিভিন্ন প্রকল্পে ১৫ বছরের সফলতার ইতিহাস আছে। সার্বিকভাবে জটিল এ কাজে ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত দুই রাজনৈতিক দল এবং দরপত্র মূল্যায়ন কমিটিতে বিটিটিবির শীর্ষ থেকে নিম্নপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করতে হবে। এ কারণে তারা পরামর্শক ফি সাধারণ কমিশনের তুলনায় বেশি চেয়েছেন। ওই বছরের ২৪ এপ্রিল সিমেন্স বাংলাদেশ ও সিমেন্স ইতালি ওই দুই পরামর্শকের সঙ্গে ব্যবসা-সংক্রান্ত কাজের ব্যাপারে তাদের কর্তৃপক্ষকে চিঠি দিয়ে জানায়।

সে সময় তাদের সঙ্গে মৌখিকভাবে চুক্তি হয় যে প্রকল্পের অর্থের মধ্যে ১০ শতাংশ তাদের দেওয়া হবে। বিটিটিবির সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার আগে টেলিটক প্রকল্পের জন্য তিনবার খোলা দরপত্র আহ্বান করা হয়। তিনবারই অংশ নেয় সিমেন্স বাংলাদেশ। প্রথমবার কারিগরি অযোগ্যতার কারণে বাদ পড়ে কোম্পানিটি। দ্বিতীয়বার ২০০১ সালে দরপত্র আহ্বান করা হলে তালিকায় নাম ওঠে সিমেন্সের।

কিন্তু তখন সদ্য ক্ষমতায় বসা চারদলীয় জোট সরকার তা বাতিল করে দেয়। অর্থের পরিমাণ পরিবর্তন ও সরবরাহকারীর সংখ্যা কমিয়ে দিয়ে তৃতীয় দরপত্র আহ্বান করা হয় ২০০২ সালে। কিন্তু ২০০২ সালের ১৮ ডিসেম্বর সিমেন্স ওই দরপত্রে যথাযথভাবে সনদ দেখাতে না পারায় অকৃতকার্য হয়। পরদিন ১৯ ডিসেম্বর সিমেন্স বাংলাদেশের তৎকালীন বাণিজ্য বিভাগের প্রধান খালেদ শামস সিমেন্স ইতালির একজন কর্মকর্তার কাছে ই-মেইলে জানান, ওই সংকট থেকে উত্তরণের জন্য ফজলে সেলিম ও জুলফিকারের কোনো ক্ষমতা নেই। এ ধরনের প্রকল্পের জন্য অবশ্যই শীর্ষ রাজনৈতিক নেতা, মন্ত্রণালয় এবং বিটিটিবির শীর্ষ ও কারিগরি ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ থাকতে হবে।

ওই দুই পরামর্শকের সঙ্গে টেলিযোগাযোগমন্ত্রীর ভালো যোগাযোগ নেই। এ সময় মিজানুর রহমান নামের এক ব্যক্তিকে তৃতীয় পরামর্শক হিসেবে নিয়োগ দেয় সিমেন্স বাংলাদেশ। তিনি তৎকালীন টেলিযোগাযোগমন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের বেয়াই। মার্কিন তদন্তে জানা যায়, মিজানুর রহমানের মাধ্যমেই ওই সময় আরাফাত রহমান কোকো নির্দিষ্ট কমিশনের (পারসেন্টেজ) বিপরীতে সিমেন্সকে ওই অবস্থা থেকে উদ্ধার করার জন্য খালেদ শামসের সঙ্গে যোগাযোগ করেন। আর আর্থিক বিষয়টি সুরাহার জন্য তারা যোগাযোগ করেন কোকোর প্রতিনিধি সাজিদ করিম নামের এক ব্যক্তির সঙ্গে।

সাজিদ করিম দরপত্রে অংশ নেওয়া চীনা কোম্পানি হুয়াইয়ের প্রতিনিধি হিসেবেও কাজ করতেন। সিমেন্সের সঙ্গে হুয়াই টেলিটক প্রকল্পের আংশিক কাজ পায়। মার্কিন আদালতের নথিতে বলা হয়েছে, সব ধরনের নিয়মনীতি উপেক্ষা করে সিমেন্সের দরপত্র পাস হয় এবং দরপত্র পাস হওয়ার খবরটি কোকোই প্রথম জানান খালেদ শামসকে। ২০০৪ সালের ১৪ জুন বিটিটিবির সঙ্গে তাদের চুক্তি হয়। ২০০৫ সালের মাঝামাঝি কোকো ও খালেদ শামসের মধ্যে কথা হয়।

এ সময় কোকো তাকে প্রতিশ্রুত টাকা দেওয়া হয়নি বলে ক্ষোভ প্রকাশ করেন। কোকোর সঙ্গে দেখা করে খালেদ ও সিমেন্সের নতুন প্রধান নির্বাহী রুডল্ফ ক্লিঙ্ক আশ্বস্ত করেন যে তারা প্রতিশ্রুত অর্থ দেওয়ার ব্যাপারে আন্তরিক। ২০০৫ সালের সেপ্টেম্বরে পরামর্শক জুলফিকার আলী সিঙ্গাপুরে ইউনাইটেড ওভারসিজ ব্যাংকে (ইউওবি) কোকোর ব্যাংক হিসাবে এক লাখ ৮০ হাজার ডলার পাঠিয়ে দেন। ২০০৪ সালের ১২ এপ্রিল সিঙ্গাপুরের এক নাগরিকের সহযোগিতায় কোকো ওই দেশে জেডএএসজেড ট্রেডিং অ্যান্ড কনসালটিং প্রাইভেট লিমিটেড নামের একটি কোম্পানি নিবন্ধন করেছিলেন এবং ইউওবি ব্যাংকে সংশ্লিষ্ট হিসাবটি খুলেছিলেন। ব্যাংক হিসাবটি যৌথ হলেও তা থেকে অর্থ তোলার ক্ষমতা ছিল একমাত্র কোকোর।

সিঙ্গাপুরের ওই ব্যাংকে কোনো বিদেশি নাগরিকের হিসাব খোলার নিয়ম নেই। সে কারণেই ওই নাগরিকের সহযোগিতা নেন কোকো। পরে মিজানুর রহমান স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের হংকং শাখায় বর্তমান জব্দকৃত টাকা জমা করে উত্তোলনের ক্ষমতা দেন কোকোকে। বাংলাদেশ ব্যাংকের কাজ শুরু : কেন্দ্রীয় ব্যাংকের একটি সূত্র জানায়, শুক্রবার এফবিআইর অর্থ জব্দের বিষয়টি এশিয়া প্যাসিফিক গ্রুপের মাধ্যমে ই-মেইলে জানানো হয় বাংলাদেশ ব্যাংককে। বিষয়টির সত্যতা নিশ্চিত করতে কেন্দ্রীয় ব্যাংক নিজেরা তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে।

বিষয়টি ইতোমধ্যে জানানো হয়েছে রাজস্ব বোর্ডের গোয়েন্দা ইউনিট সেলকে (সিআইসি)। তারা কাজও শুরু করেছে। ব্যাংকের অপর একটি সূত্র জানায়, কেন্দ্রীয় ব্যাংকের শীর্ষ পর্যায় থেকে ইতোমধ্যে স্ট্যান্ডার্ড ব্যাংকের স্থানীয় প্রতিনিধিকে বিষয়টি মৌখিকভাবে জানানো হয়েছে। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক সব ধরনের সহায়তা আশ্বাসও দিয়েছে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.