আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশ-ভারত "সাইবার ওয়ার" নিয়ে একটি বাকস্বাধীন পোস্ট (রি-পোস্ট)

"বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র" আগের পোস্টটি মডারেটর কতৃক ডিলিট করা হয়েছে। তাই কিছু কিছু অংশে পরিবর্তন এনে আবার পোস্ট করলাম। দেখা যাক এবার কি ঘটে। যে আশঙ্কাটা করছিলাম সেটাই সত্যি হল। আজ (13/02/2012) সামুর ব্লগে ঢুকে দেখি শুধু হ্যাকিং আর হ্যাকিং পোস্ট।

ভারতের অমুক ওয়েব সাইট হ্যাক কর, তমুক ওয়েব সাইট হ্যাক কর ইত্যাদি। লেখাগুলো পড়ে মনের ভেতর একটা ভয় ঢুকল যে, আমরা যদি এটা শুরু করি ইন্ডিয়ান হ্যাকার রা তো আর বসে থাকবে না। তারাও পাল্টা আক্রমন চালাবে। এবং ঘটলও ঠিক তাই। দেখুন নিচের লিঙ্কটাঃ Five Bangladeshi government websites hacked আমাদের দেশে অবশ্যই ভাল মানের প্রোগ্রামার আছেন।

তাদের স্কিল নিয়েও আমার কোন সংশয় নেই। তাদের হ্যাক করা কিছু ইন্ডিয়ান ওয়েবসাইট এর লিঙ্ক আপনি চাইলেই বিভিন্ন ওয়েবসাইট থেকে দেখে নিতে পারেন। সামুর রুলস এন্ড রেগুলেশনস এর জন্য আমি নামগুলো সরিয়ে নিতে বাধ্য হয়েছি। তারা যদি এক হয়ে কাজ না করেন তবে এই “সাইবার ওয়ার” এ আমাদের টিকে থাকার সম্ভাবনা খুবি কম। বিশ্বের জায়ান্ট যত ওয়েবসাইট আছে তার সবখানে ইন্ডিয়ান প্রোগ্রামারদের আধিপত্য।

তাদের সাথে এই মুহূর্তে টেক্কা দেয়ার মত আমরা কতটা প্রস্তুত সেটাও আরো একবার ভেবে দেখা উচিত। আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের লিডিং পজিশন। এখানে যারা আছেন, যেমন ধরেন মিনিস্ট্রি লেভেল এ, তারা কতটা এক্সপার্ট সেটা নিয়ে বরাবরই একটা সংশয় কাজ করে। কারণ আপনারা সবাই জানেন বাংলাদেশে চাকরি হয় লবিং এ মেধায় না। আপনি CGPA 3.8+ (scale of 4) পেয়েছেন কিন্তু আপনার CV দেখার সময় ও অথরিটির থাকবে না।

কারন তারা কোন না কোন ভেগাবন্ডের চাচা-মামা-খালু। সে 2.3 CGPA নিয়েও এই রকম একটা পোস্ট বাগিয়ে নেবে আপনাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে। তা হলে ব্যপারটা কি দাড়াচ্ছে? তার মত ব্যাকবেঞ্চার-ভেগাবন্ড কিভাবে একটা সার্ভার এর সিকিঊরিটি নিশ্চিত করবে? তার উইজার নেম থাকবেঃ abul123 আর পাসওয়ার্ড থাকবেঃ ১২৩৪৫। তার কাছ থেকে আপনি সার্ভার এর কি নিরাপত্তা আশা করতে পারেন? এই মুহূর্তে ইন্ডিয়ার সাথে যে সাইবার ওয়ার এর লক্ষন দেখা যাচ্ছে তাতে যদি আমরা টিকে থাকতে চাই তাহলে বাংলাদেশের যত হ্যকার আছেন সবাইকে এক যোগে কাজ করতে হবে। আগে আক্রমনে না গিয়ে আমাদের বাংলাদেশী সাইট গুলোর সিকিউরিটি কিভাবে বাড়ানো যায় সে ব্যাপারে তথ্য দিয়ে সাইট মালিকদের সাহায্য করা।

“টাইগার মেট” এর কথা কি আপনাদের মনে আছে? যিনি কিনা বাংলাদেশের google,yahoo সহ আরো বেশ কিছু ওয়েবসাইট হ্যাক করেছিলেন? ওনার মত হ্যাকার কজন আছেন আমাদের এখানে? হয়ত আছেন। কিন্তু আন্ডারকভার। ব্লগ ঘুরতে ঘুরতে কয়েকটি নতুন হ্যাকিং গ্রুপ এর নাম জেনেছি বেশ কয়েকদিনে যেমন - H4ck3r5 Un173d (Hackers United), 3xp1r3 Cyber Army, বাংলাদেশ সাইবার আর্মি, বাংলাদেশ ব্লাকহ্যাট হ্যাকার। তাদের সবারই উচিত আমাদের দেশের সাইটগুলো আরো কতটা শক্তিশালী করা যায় তা নিয়ে সাইট মালিকদের ভালভাবে জানানো। যেন চাইলেই ইন্ডিয়ান হ্যাকাররা আমাদের দেশীয় সাইটগুলো হ্যাক করতে না পারে।

কিছু কিছু হ্যাকিং গ্রুপ সবাইকে হ্যাকিং এ প্রোরচনাও দিচ্ছেন। এমনকি কিছু টিউটোরিয়ালও দিচ্ছেন। এতে করে নতুন হ্যাকাররা প্রোরোচিত হচ্ছেন সন্ধেহ নেই। এই সব নতুন হ্যাকাররাও হয়ত অচিরেই হ্যাকিং এ নেমে পরবেন। আমার প্রশ্নটা এখানেই।

আমাদের দেশের সেনাবাহিনী থেকে শুরু করে রাস্তার ভিখারীর মাঝে যদি ইন্ডিয়ান স্পাই থাকতে পারে তবে এই সামুর ব্লগে যে থাকবে না এটা ভাবা বোকামি। আপনি-আমি তো তাদের চিনি না। এবার ধরুন তাদের ই একজন স্পাই হ্যাকিং টিউটোরিয়াল গুলো পেয়ে নিজে কম বেশি হ্যাকিং এক্সপার্ট হয়ে গেল। এবং বাংলাদেশী ওয়েবসাইট হ্যাক করার চেষ্টা করল। অথবা সে আমাদের এই হ্যাকিং প্লান ইন্ডিয়ান হ্যকারদের কাছে লিক করল।

তাতে করে ক্ষতিগ্রস্ত হলাম আমরা নিজেরাই। ব্যাপারটা তখন অনেকটা "খাল কেটে কুমির আনা" এর মত হয়ে যাবে। ব্লগ কিংবা সামাজিক সাইটগুলোতে এভাবে ডেকে এনে "হ্যাকার" বানাতে গেলে আমরাই "সাইবার ক্রাইম" করার অপরাধে অপরাধী হব। অথবা তাদের মধ্যেও থাকতে পারে কিছু টিকটিকি(স্পাই) যারা পারতপক্ষে আমাদেরই ক্ষতি করবে। [ পোস্টটি একান্তই আমার ব্যক্তিগত চিন্তা থেকে লেখা।

] ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।