আমাদের কথা খুঁজে নিন

   

ভালবাসা নিয়ে বিচ্ছিন্ন ভাবনা

বাংলা মোদের সোনার বাংলা/নুরের বাংলা হয়ে যায়/বাংলা ভাষা অজানা মোর/ দিলে কিছু কয়ে যায়।। ১ ভালবাসা মানে দুঃখ খুঁজে আনা ভালবাসা মানে আত্মমনে আঘাত-ব্যঘাত হানা ২ ভালবাসা মানে নির্ঘুম রাত্র যাপন ভালবাসা মানে জলসিক্ত নয়ন ৩ ভালবাসা মানে পথের ধুলো ভালবাসা মানে জীবন- অগোছালো ৪ ভালবাসা মানে মুঠোফোনে দীর্ঘ-কথন ভালবাসা মানে দুঃসহ জীবন ৫ ভালবাসা মানে কেহ বলে মানিক-রতন ভালবাসা মানে ভুলের ‘ভুল’ সঙ্গোপন ৬ ভালবাসা মানে কেহ বলে সুখের সাগর কেহ বলে ‘ভুল-ভুল!’ হাহাকার জীবন ভর ৭ ভালবাসা মানে হৃদয়-দ্বার রুদ্ধ ভালবাসা মানে যাতনায় দগ্ধ ৮ ভালবাসা মানে দুর্জয় প্রহেলিকা ভালবাসা মানে মরুর মরীচিকা ৯ ভালবাসা মানে কিছু ভুল স্বপ্ন ভালবাসা মানে দুঃখে দিন মগ্ন (আমি বলি; ভুলের মাঝে বলে ফেলি জীবন টা-ই তো দুঃখের জলকেলি) ১০ ভালবাসা মানে নারীর কামনিয় দেহ-স্তন ভালবাসা মানে দেহ থেকে ছিন্ন করা মন

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.