আমাদের কথা খুঁজে নিন

   

ঃঃঃ বার্সা ২-৩ গোলে পরাজিত ঃঃঃ

ঃঃঃঃ চল বহুদূরে...নির্জনে আড়ালে লুকোই...ঃঃঃ স্প্যানিশ লা লিগায় ৯ম দল ওসাসুনার কাছে ২-৩ গোলে পরাজিত বার্সেলোনা। খেলা শুরুর ৪ মিনিটে রাউল গারসিয়ার বাড়িয়ে দেয়া বলে বার্সার গোলরক্ষক ভালদেসকে বোকা বানিয়ে সারবিয়ান ফরোয়ার্ড ডিজেন লেকিচ লক্ষ্যভেদ করেন। খেলার ১০ মিনিটে মেসির এক জোরালো শর্ট ওসাসুনার গোলরক্ষক আন্দ্রে ফারনান্দেজ পাঞ্চ করে বার্সাকে গোল বঞ্চিত করেন। খেলার ২১ মিনিটে পাল্টা এক আক্রমন থেকে রাইট উইং থেকে আল্ভেরো প্লেসিং শর্টে ডিবক্সে বল ফেললে বার্সার ডিফেন্সকে বোকা বানিয়ে ডিজেন লেকিচ ঠাণ্ডা মাথায় টোকা দিয়ে ভালদেসকে কোন সুযোগ না দিয়ে নিজের ও দলের পক্ষে ২য় গোলটি করেন। বার্সার মাঝ মাঠের দুর্বলতার সুযোগ নিয়ে ওসাসুনা আর বেশী আক্রণাত্মক হয়ে ওঠে।

খেলার ৩৭ মিনিটে তেমন এক আক্রমণ থেকে আল্ভেরো দূর পাল্লার এক শর্ট অনেক কষ্টে ডান দিকে ঝাঁপিয়ে পড়ে ভালদেস দলকে ৩য় গোল খাওয়া থেকে রক্ষা করেন। এর আগে ৩৫ মিনিটে বার্সার এক গোল্ হ্যান্ডবলের কারণে বাতিল হয়ে যায়। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই বার্সা আক্রণাত্মক খেলার ধারাইয় ফিরে আসে, ৪৭ মিনিটে ডিবক্সের বাহির থেকে মেসির দু্দান্ত শর্ট ওসাসুনার গোলকিপার কোন মতে কর্নারের বিনিময়ে রক্ষা করেন। এর ধারাবাহিকতায় ৫১ মিনিটে রাইট ঊইং থেকে জোয়ান ইসাক ডিবক্সে ফেললে সাঞ্চেজ টোকা দিয়ে বল লক্ষ্যভেদ করেন। এর ৪ মিনিট পরেই পাল্টা আক্রমণে নিনোর বাড়িয়ে দেয়া বল থেকে রাউল গারসিয়া ওসসুনার পক্ষে ৩য় গোলটি করে ৩-১ গোলে দলকে এগিয়ে নেন ।

এক চেটিয়া আক্রমণ করলেও ফরওয়ার্ডের ব্যর্থতায় গোলে সহজ সুযোগ তৈরি করতে পারেনি। দুরপাল্লা শর্টে ওসাসুনার গোলকিপারকে পরাস্ত করতেই যেন তারা ব্যস্ত হয়ে ওঠে। তার জবাবে নিজের গোলপোস্টকে দৃঢ়তার সাথে আগলে রাখে। এমন পরিস্থিতিতে ৭৩ মিনিটে আচমকাই কিছুক্ষন আগে খেলতে নামা ফেব্রিগাস ডি বক্সে বল ফেললে তেল্লো সহজেই বল জালে জরিয়ে দেন। খেলার অন্তিম মুহূর্তে কর্নার থেকে বল পেয়ে মেসি ডিবক্সে চিপ করলে ফেব্রিগাস হেড করলে ওসাসুনার গোলরক্ষক আন্দ্রে ফারনান্দেজ চমৎকার ভাবে গ্রিপে নিয়ে নেন ফলে বার্সাকে পরাজয় নিয়েই মাঠ ছারতে হয়।

২২ খেলায় ৪৮ পয়েন্টে বার্সা এক প্রকার লীগ শিরোপা থেকে ছিটকে পরেছে বলেই ধরে নেয়া যায়। প্রবল প্রতিপক্ষ ইতোমধ্যে এক খেলা কম খেলেও ৭ পয়েন্টে এগিয়ে রয়েছে। আগামিকাল রিয়াল মাদ্রিদ লীগের ৪র্থ দল লেভেন্তেকে পরাজিত করলেই বার্সা থেকে পরিষ্কার ১০ পয়েন্টে এগিয়ে যাবে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।