আমাদের কথা খুঁজে নিন

   

এই সাগরভাইয়া তো আমাদের সাথেই ছিলেন.......

একটু আগে ইন্জিনিয়ার জনি ভাইয়ার পোস্টের সূত্র ধরে জানতে পেলাম মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার এবং তাঁর স্ত্রী এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার মেহেরুন রুনী গত রাতে পশ্চিম রাজাবাজারের বাসায় খুন হয়েছেন Click This Link এই ভাইয়া তো আমাদেরই ব্লগার ছিলেন। আমাদের সাথেই লিখতেন। Click This Link ভীষন কষ্ট হচ্ছে আমার। ভাইয়ার সাথে মুলত পরিচয় আমার এই ব্লগেই। তার কবি হৃদয়ের পরিচয় পেয়েছিলাম সে অনেকদিন আগের কথা।

৩১ শে মার্চ, ২০১১ সন্ধ্যা ৭:০৬ এই লেখাটার পর তার আর কোনো পোস্ট নেই। তার এখানে শেষ কমেন্ট ছিলো, ৩১ শে মার্চ, ২০১১ রাত ৯:৫১ ....... মৃত ব্যাক্তি ও তার সহধর্মীনির রুহের মাগফেরাত কামনা করছি। আল্লাহ তাদের সন্তানকে ভালো রাখুন। তার প্রফাইলে লেখা ছিলো..... সাংবাদিক, বাংলাদেশের পুরানো বহুল প্রচারিত একটি পত্রিকায় সিনিয়র রিপোর্টার ছিলাম। এখন জার্মানিতে।

দেশ বদলে গেলেও পেশা বদল হয়নি। জার্মানির ডয়চে ভেলে রেডিওর বাংলা বিভাগের সম্পাদক। ভালো লাগে পাহাড়, মেঘ। পাহাড়ি পথে ঘুরতে ঘুরতে আকাশের কালো মেঘ থেকে যদি বৃষ্টি নামে, খুব বৃষ্টি, তখন আমি বৃষ্টি ভেঁজা পাহাড়ি বালক........ দূর পাহাড়ে যখন মেঘ জমে থাকে, দেখায় যেন নীল রঙ পাহাড়। সে ছিলো সেই নীল পাহাড়ের ছেলে আর মেঘ ছিলো তার খুব প্রিয়.... ফুটফুটে সেই বাচ্চাটা যে আজ সকালে এতিম হয়েছে... আর তার নাম মেঘ ..... ভাইয়া আর ফুলের মত সুন্দর রুনি ভাবী... এমন আরও কোনো ছবি কোনোদিন তোলা হবেনা... কখনও কি জানতাম এমন কিছু জানতে হবে....এমন করে লিখতে হবে! ছবিগুলি জনিভাইয়ার থেকে পাওয়া....  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।