আমাদের কথা খুঁজে নিন

   

চিরচেনা,ভালোলাগা গানগুলো

যে ব্যথা দেয়,তারও তো ব্যথা থাকতে পারে-মাটির ময়না ছোটবেলায় গান কি জিনিস বোঝার পর থেকেই প্রচুর রবীন্দ্রসঙ্গীত,আধুনিক বাংলা গান শোনা হত।কারণ,আম্মু রবীন্দ্রসঙ্গীত সবসময় শুনতেন।তখন থেকেই শোনার অভ্যাস হয়ে গিয়েছিল,আর পরবর্তীতে সেটা ভাললাগাতে পরিণত হয়........হয়ত এমনও দিন গিয়েছে গান না শুনলে রাতে ঘুম ই আসতো না।আবার,কখনও এমনও হয়েছে গান শুনতে শুনতে ঘুমিয়ে গিয়েছি,সকালে উঠেও দেখি গান বাজছে সবচেয়ে বড় কথা হল,অনেক মন খারাপ,পছন্দের একটা গান শুনলে সাথে সাথে মন ভাল হয়ে যায়..... আমার পছন্দের কিছু গান,যেগুলো কখনই পুরানো হয় না.... ১)বৃষ্টি তোমাকে দিলাম(এই গানটা খুব ভোরে শুনতে অনেক মিষ্টি লাগে) ২)ভালোবাসি ভালোবাসি ৩)তুমি কোন কাননের ফুল(আমার অনেক পছন্দের একটা গান) ৪)যে আঁখিতে ৫)এই পথ যদি না শেষ হয় ৬)ভেঙ্গে মোর ঘরের চাবি ৭)একটা গান লিখো আমার জন্য ৮)দুটি মন আর নেই দুজনার

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।