আমাদের কথা খুঁজে নিন

   

ফোল্ডার-এ পাসওয়্যার্ড দিন WinRAR সফটওয়্যার দিয়ে

নিজে জানুন , অন্যকে জানান। । । আমরা সাধারণত ফোল্ডারে পাসওয়্যার্ড দেওয়ার জন্য বিভিন্ন প্রকারের সফটওয়্যার ব্যবহার করে থাকি। কিন্তু আমরা হয়তো অনেকেই জানিনা যে, এইসব “ফোল্ডার লকার” সফটওয়্যার দ্বার লক করা ফাইলগুলো অপারেটিং সিষ্টেমের অধীনে চলে চায়।

অর্থাৎ ফাইলটি আর উক্ত ফোল্ডারে থাকে না। এটি তখন C- drive এ গিয়ে সেইভ হয়। ফলে এ অবস্থায় আপনার কম্পিউটারের অপারেটিং সিষ্টেম মিসিং হলে, আপনার কাংঙ্খিত ফাইলটি চিরতরে হারিয়ে যেতে পারে। তাছাড়া আপনি ফোল্ডার লকের জন্য যে সফটওয়্যারটি ব্যবহার করছেন, তা অন্য কারো কাছে নাও থাকতে পারে। সেক্ষেত্রে আপনি ফাইলটি কারো সাথে শেয়ার অথবা অন্য কোথাও থেকে ফাইলটি ব্যবহার করতে গেলে বিভ্রান্তিতে পরতে পারেন।

সে দিক দিয়ে WinRAR একটি জনপ্রিয় সফটওয়্যার । এই সফটওয়ারটি আপনাকে লকের পাশাপাশি দিবে Virus থেকে একধাপ বেশি নিরাপত্তা। RAR করা থাকলে Virus ও আপনার ফাইলটি নষ্ট করতে পারবে না। সেক্ষেত্রে আপনি নিশ্চিত থাকতে পারবেন। সফটওয়্যারটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

কৌশল : (১) সফটওয়ারটি আপনার পিসিতে ইনষ্টল করুন। (২) আপনি যে ফোল্ডারটি লক করতে চাচ্ছেন, তার উপর Mouse এর Cursor রেখে Right Button এ ক্লিক করুন। (৩) এখান থেকে “Add to Archive” নামক অপশনটিতে ক্লিক করুন। (৪) এখন Advanced নামক Tab টিতে ক্লিক করুন। (৫) Set Password অপশনটিতে ক্লিক করুন।

(৬) ১নং এবং ২নং বক্সে একই পাসওয়ার্ড টাইপ করুন। এবং ok দিন। (৭) আবার ok দিন। (৮) দেখুন ফাইলটি RAR হিসাবে কনভার্ট হচ্ছে। ১০০% সম্পূর্ণ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।

(৯) এখন সাধারণ ফাইলটি Delete করে দিন। এবং RAR ফাইলটি রেখে দিন। (১০) এখন RAR করা ফাইলটি খুলতে চাইলে ফাইলটির উপর Mouse এর Cursor রেখে Right Button এ ক্লিক করুন এবং “Extract Here” নামক অপশনটি সিলেক্ট করুন। (১১) এখন ফাইলটি পাসওয়ার্ড চাইবে। (১২) পাসওয়ার্ড টাইপ করে ok দিন।

তাহলেই দেখবেন আপনার ফাইলটি আবার পূর্বের অবস্থায় ফিরে আসবে। ভলো লাগলে, মন্তব্য করতে ভূলবেন না। ধন্যবাদ সব্বাইকে। । ।

 ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।