আমাদের কথা খুঁজে নিন

   

আল্লাহু-আকবার

নয়া যামানার নয়া পথিক,পথ হারিয়ে ছুটনা দিক্বিদিক কর্ণে ভাসে সেই সুর আর তা তুলে মনে ঝংকার তাই আমি বারে বারে বলি আল্লাহু-আকবার। ডরি না আমি কাউকে তাই বলি বার বার আবার বলি আমি শোন তোমরা আল্লাহু-আকবার। তাঁরই নামে আমি ভুলি আমার আহার-বিহার তাই আমি বারে বারে বলি আল্লাহু-আকবার। যদি থাকে প্রাণে তিনি পরোয়া করিনা সাগর-পাহাড় তাই আমি ক্ষণে ক্ষণে বলি আল্লাহু-আকবার। যদিও চারিদিকে থাকে মোর অনিঃশেষ আঁধার তবুও আমি বলে যাব আল্লাহু-আকবার।

যখন আমার সনে করা হয় জুলুম-অত্যাচার তখনও আমি দরাজ কণ্ঠে বলি আল্লাহু-আকবার। ঐ আসমানের অসীম নীলে তাকাই যতবার ততবারই আমি বিস্ময়ে বলে উঠি আল্লাহু-আকবার। সাগরের মাঝে ঊর্মিমালা দেখি যতবার ততবার আমি বলে উঠি আল্লাহু-আকবার। যখন স্নিগ্ধ হিমেল হাওয়া হৃদয়ে দেয় শান্তি আমার তখন আমি পরম শান্তিতে বলে উঠি আল্লাহু-আকবার। দেখি যখন গাছপালাতে ফুল-ফলের রঙ্গের বাহার মুগ্ধ হয়ে বলি তখন আল্লাহু-আকবার ।

যতবার দেখি সুউচ্চ পর্বত-পাহাড় ততবার হয়ে নতশির বলি আমি আল্লাহু-আকবার। রিমঝিম বৃষ্টিতে সিক্ত হই যতবার ভেজা কণ্ঠে ততবার বলি আল্লাহু-আকবার। যখন করে ফেলি পাপ, চারদিকে দেখি আঁধার হয়ে অশ্রুসিক্ত বলি আমি আল্লাহু-আকবার। যখন শুনি জলুমের হাহাকার আর জালিমের চিৎকার তখন আমি হুঙ্কার দিয়ে বলি আল্লাহু-আকবার। জিহাদের ময়দানে চারিদিকে শুনি যখন অস্ত্রের ঝংকার সুউচ্চ কণ্ঠে তখন আমি বলি তাকবীর ধ্বনি আল্লাহু-আকবার।

যতদিন রব এ ধরায়, খোদা গেয়ে যাব গান তোমার বলে যাব তুমিই শ্রেষ্ঠ,তুমিই মহান, আল্লাহু-আকবার। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।