আমাদের কথা খুঁজে নিন

   

ঃঃঃ একলা একলা ঃঃঃ

ঃঃঃঃ চল বহুদূরে...নির্জনে আড়ালে লুকোই...ঃঃঃ বিস্তীর্ণ ভূমিতে একা দাঁড়িয়ে অশ্বত্থ গাছ কিংবা মেঘলা আকাশে একটি মাত্র জ্বলন্ত তারার মত, রিমঝিম বৃষ্টির দিনে পাতা পল্লবে ডানার আড়ালে মাথা লুকিয়ে রাখা পাখির মত, আমি একা। সমুদ্রের সুবর্ণ বেলাভূমিতে প্রচণ্ড আক্রোশে ঢেও আঁচড়ে পড়ে ফিরে যায় আবার নিঃশব্দে, ফেণিল চিহ্ন ফেলে রেখে। আঁধার ঘনিয়ে এলে নিঃসঙ্গ তরণীর অজানায় পাড়ি নিঃশব্দে, জ্বলে থেকে পথ দেখায় উপকূলের বাতি, একাকি। চন্দ্রপ্রভার অভিশপ্ত আলোয় জেগে থাকে পেঁচা ডাগর ডাগর চোখে, নিশাচর শিকারের আশায় একা একা। জোনাক জ্বলে জ্বলে ক্ষয়ে যায়, নিঃশব্দ শিশিরের পতন পাতা পল্লব জেগে থাকে শিশিরের আশায়, নিঃশব্দে একাকি। তেমনি এক জীবন্ত সত্ত্বা নিয়ে এই মহাবিশ্বে আমি নিরিবিলি, একাকীত্বে বেঁচে আছি একলা একলা...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।