আমাদের কথা খুঁজে নিন

   

শিশুরা যখন ধর্ম বেচাকেনার বলি.......................

যা দেখি,শুনি,অনুভব করি, আমি স্বপ্নি। তাই গল্পে রুপ দিতে চাই............... ছবিতে পুলিশের মারমুখী পুলিশী একশনে ভীত সন্ত্রস্ত শিশুটি সেখানে কি করে? ওহ হো সে তো হেফাজতী ১৩ দফা দাবী বাস্তবায়নে ঢাকা এসেছে!!!! ১৩ দফা গুলো যেন কি? আমার মনে নাই। আচ্ছা শিশুটি কি জানে? কি বলে তাকে সমাবেশে আনা হয়েছে? ৫ মে হেফাজতী সমাবেশে এমন হাজারো মাদ্রাসার শিশুকে ঢাকায় নিয়ে আসা হয়েছে। নিশ্চয়ই তারা রাজনীতির ‘র’ টুকুও জানেনা। হুজুরেরা তাদের নিয়ে এসেছে।

কি বলে নিয়ে এসেছে সেটা নিশ্চয়ই অনুমেয়। হ্যাঁ তাদেরকে জোড় করে নিয়ে আসা হয়েছে, মাহফিলের কথা বলে কিংবা অন্য কোন ভাবে জোর করে। এখন যদি কোন বুজুর্গ আমাকে বলেন যে তারা ইসলামের টানে, নিজে থেকেই ঢাকা এসেছে তাহলে সেটা হবে কানাকে হাইকোর্ট দেখানো। কেন হুজুর নামক এই লম্পট জাতটা এসব শিশুদের এমন ঝুকির মধ্যে নিয়ে আসলেন এমন প্রশ্ন কিন্তু আমরা কেউ করছিনা। শুধু আমরা আছি তিন হাজার নাকি তিরিশ এমন সংখ্যা নিয়ে, সাথে আছে নানা গানিতিক সমীকরণ।

কোমলমতি শিশুদের যারা এভাবে ঝুকির মধ্যে, ভূল বুঝিয়ে রাজনীতির মাঠে নিয়ে এসেছেন তাদের বিচার আগে করা উচিত। আমি বুঝি না, আসলেই বুঝিনা এদের ধর্মের ব্যবসায় শিশুদের পর্যন্ত বলি দিতে এরা বিন্দু মাত্র বিচলিত হন না। ধর্ম কিভাবে এদের হাতে নিরাপদ???  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।