আমাদের কথা খুঁজে নিন

   

নো ম্যানস ল্যান্ড

একটা ট্যাং দিসে ইন্ডিয়া আরেকখান বাংলাদেশে বেক্কেল বুইড়া আর কারে কয়। বিজিবি-বিএসএফ এর আগেই আমরা সচেতন নাগরিক সমাজ হাঁউকাউ কইরা উঠি বুইড়া মিয়া ‘করসেন কি’ ‘করসেন কি’ ওইটার নাম নো ম্যানস ল্যান্ড এমনে খাড়ানো কবিরা গুনাহ ‘ট্যাং সরান, ট্যাং সরান’। থুত্থুরা বুইড়া, যার জš§ মনে অয় দেশ ভাগের, ইভেন বঙ্গভঙ্গেরও আগে আমগ কথা কানেই তোলে না। ফোকলা দাঁত দেখায়া উল্টা কয়-‘ ডাব খাইবেন?’ বুইড়ার আহাম্মকি তে চেইতা মেইতা আমরা সচেতন সাংবাদিক সকল ফিরতেছি বাইকে। দ্যাখতেছি বর্ডার এলাকার নেচারাল সিন-সিনারি রাশি রাশি নীল-বেগুনি হুড়হুড়ি ফুল নর্দমার সাইডে ফুইটা আছে নির্বিচারে। ‘ফটো খিচ। ফটো খিচ’ ‘নোজ ফর নিউজ’ লগে লগে চাগা দিয়া উঠে আমাগ। অত:পর আলোকচিত্রী পিকচার খিচতে গিয়া দ্যাখে আন-পড়াহ, বে-শরম হুড়হুড়ি ফুলদল সেই ওল্ড ফুলটার মতোন পাসপোর্ট-ভিসার কারবার ছাড়া গিয়া পৌঁছাইসে এক্কেরে আগরতলা ডাউন টাউন অবধি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।