আমাদের কথা খুঁজে নিন

   

খন্ডিত হৃদয়!!! [স্বরচিত আরেকখান ফালতু গল্প]

আমার কিছু বলার ছিল আমি অতি অসাধারণ একটা ছেলে। কারো সাথে ‍মিশতে জানি না। ভাল করে কথা বলতে জানি না। জানি কেবল একটা কথাই, “আমি কিছুই জানি”!!! জানি না কি আমার ভবিষ্যত। নেই কোন ভবিষ্যত চিন্তাধারা।

খাচ্ছি-দাচ্ছি আর চলার প্রয়োজনে চলছি… সকালে বিছানা থেকে উঠেই ফেইসবুক লগ ইন দিয়ে দিন শুরু আর লগ আউট করে বিছানায় যেয়ে দিন শেষ। এভাবেতো ভালই কাটছিল দিনগুলি। কি পাঠক? কি ভাবছেন? এ কোন পাগলের পাল্লায় পরলাম? ঠিকই ধরেছেন। আমি পাগল। বদ্ধ উন্মাদ।

এই পাগলের জীবনে এক পশলা বৃষ্টি হয়ে আগমন ঘটে তার। তার সাথে আমার ফেইসবুকেই পরিচয়। কোন স্ট্যটাসের কমেন্টে ফাইজলামি করতে গিয়ে। তারপর হতে ফাইজলামির ভিতর দিয়েই কাটছিল দিনগুলি। ফাইজলামি করতে করতে সেই ফাইজলামি যে কখন অন্যদিকেরূপ নিলো তা নিজেও বুঝতে পারি নাই।

হঠাৎ করেই উপলবদ্ধি করলাম যে, অন্যকারো সাথে তার ফাইজলামি আমার বুকে সেলের মত বিঁধে। তার সাড়া দিতে দেরি হলেই বুকের ভেতর জানি কেমন করে!!! তাকে একঘন্টা ফেইসবুকে না দেখলেই জানি মাথা কেমন করতে থাকে। কি হচ্ছে আমার? তবে কি আমি তাকে... না না!!! এ কি করে সম্ভব! আমারতো কাওকে ভাল লাগার বা ভালবাসার যোগ্যতা নেই!!! তবে কেন এমন হচ্ছে? কি ঘটছে আমার জীবনে? কোন প্রশ্নেরই উত্তরই আমি খুঁজে পেলাম না। অগত্য এই বিষয়গুলো তার সাথে শেয়ার করলাম। কিন্তু আগেই বলেছি যে তার সাথে ফাইজলামির ভিতর দিয়েই পরিচয়।

তাই সে আমার এই কথাগুলি ধারাবাহিক ফাইজলামির অংশ ধরে উড়িয়ে দিলো। তাকে যতই বুঝাতাম সে ততই আরো বেশি ফাইজলামি করতো। তবে কি আমারই ভুল!!! আমি কি তাকে বুঝতে পারি নাই? নাকি তাকে আমার ভালবাসা বুঝাতে পারি নাই? না কি.... না! না! না! আর ভাবতে পারছি না!!!!!!!!!!!!!!!! ‌এই কথাগুলি ভাবতে ভাবতে তার রিপ্লাইয়ের জন্য ওয়েট করছি। কিন্তু না!!! রিপ্লাই আসছে না!!! কিন্তু ওয়ালে গিয়ে দেখলাম যে সে দিব্যি মজা লুটছে!!! না!!! আজ আর ফিরে যাবো না!!! এপর্যন্ত অনেকবার তাকে ব্লক মারার জন্য যেয়েও ব্লক বাটন চাপতে পারলাম না হাতের কাঁপুনি আর চোখের ছলছলানির জন্য। জানি না কিসের টানে।

কিন্তু আজ আর কোন ভাবেই ফিরে গেলে হবে না!!! আজও মনে হচ্ছে যেন আমার হাতে হাজার মন ওজনের কিছু বাঁধা। হাত নাড়াতে পারছিলাম না। তবুও অনেক কষ্টের পর ব্লক বাটনটা চেপে দিলাম!!! মনে হলো যেন আমার ভিতর হতে কিছু একটা বের হয়ে গেল!!! তারপর ব্লকিংয়ের সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করা শেষে আর চোখের পানি ধরে রাখতে পারলাম না!!! জানি না সে আমায় চিনবে কি না কখনোও..... “চাঁদের প্রতি সবার যেমন ভালবাসা থাকা সত্বেও কেউ তাকে পায় না, সেও তেমনি সারাটা জীবন আমার চাঁদ হয়ে থাকবে” হাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহা.................................................. না! এ কোন বস্তব ঘটনা নয়। আমার জীবনের প্রতিনিয়ত করে চলা পাগলামি চিন্তা-ভাবনার একটি শাখারই লিখিতরূপ!!!  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.