আমাদের কথা খুঁজে নিন

   

চলে যাচ্ছিস??? আরেকটু থাকবি না। আবার কবে আসবি???

জীবনের মুহূর্তগুলো ভালবাসার স্পর্শে রঞ্জিত হোক,জীবনের মুহূর্তগুলো স্বাধীনতার স্পর্শে মুখরিত হোক ** আর কেউ বলবে না “তুই এতদিন পর কেন আসলি ? আমি তোকে খুজতে কোথায় কোথায় গিয়েছি!!” বলে আর কেউ জরিয়ে ধরে আদর করবে না। এমনিই ফাকি দিয়ে সে চিরতরে চলে গেল** বাবাকে জানিয়ো আমি ভাল নেই, আমি ক্ষতবিক্ষত তোমাদের ছাড়া এমন করে আমার আদরের মানুষগুলি একে একে চলে গেলে আমি ভাল থাকি কি করে?? আমার বড় ফুপু যিনি ঢাকা ডিভিসনের স্কুল-ইন্সপেক্টর ছিলেন। দীর্ঘদিন স্কুলের হেডমিস্ট্রেস ছিলেন, নিজের সব ছোট ভাই-বোনদের মানুষ করেছেন, তার এক ছেলে ডাক্তার –ছেলের বউও ঢাকা মেডিকেলের সার্জন । আরেক ছেলে ও ছেলের বউ উভয়েই মেজিস্ট্রেট। আর ফুপা মন্ত্রনালয়ের জয়েণ্ট সেক্রেটারী হিসেবে রিটায়ার্ড করেছেন ।

আজ মনে হচ্ছে কিচ্ছু নেই, সারা বাড়ীটা ফুপুর অনুপস্থিতিতে হাহাকার করছে। তাকে তার মেজ়ো ছেলের যে ৭ বছরে চলে গিয়েছে সেখানেই দাফন করা হল। ছেলের কোলে মা ফিরে গেল। আজ মনে হয় কেন আমি ফুপুকে কম দেখতে গিয়েছি ?? কেন তাকে রোজ দেখতে যেতাম না?? সে যে আমাকে ও তার প্রিয়জনকে খুজতে গিয়ে ৭/৮ বার হারিয়ে গিয়েছিল। কাউকে না চিনলেও সে আমাকে চিনেছে, বলেছে তুই খোকনের বেটি না কেমন আছিস? চলে যাবার সময় মুখ ভার করে বলতেন, চলে যাচ্ছিস??? আরেকটু থাকবি না।

আবার কবে আসবি??? তুমিই তো ফাঁকি দিয়ে চলে গেলে ফুপু। কেন আরেকটু থাকলে না ?? আবার কবে আসবে?? আবার কবে দেখা হবে?? ** ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।