আমাদের কথা খুঁজে নিন

   

বুয়েটিয়ানদের বলছি ... ... আপনারা কী একটুখানি নষ্টালজিক হবেন ... ... নিজেদের খানিকটা কিন্তু চিরস্মরণীয় কিছু অভিজ্ঞতা শেয়ার করবেন প্লিজ!!!

আমি আসলে ধর্ম ও অধর্মের মাঝে বাস করছি। বুঝতে পারছি না কোনটি ঠিক। তাই নিজের নাম দিয়েছি "আ-নাস্তিক"। বাবা বুয়েট থেকে পাশ করেছে। তাই ছোটবেলা থেকেই এই শব্দটুকুর সাথে আমার পরিচিতি আছে।

পাশাপাশি "ইঞ্জিনিয়ারের ছেলে ইঞ্জিনিয়ার" হবে এই কথাটা স্মরণে রেখে আমার বাবার স্বপ্ন ছিল ছেলে বুয়েটে পড়বে। এ পর্যায়ে এসে হয়ত বা কারোর মনে হতে পারে আমার আর বুয়েটে পড়া হয়নি। কথাটা পুরোপুরি সত্যি না। আমি এখনো উচ্চ মাধ্যমিক পরীক্ষাই দিই নি ... এ বছর দিব। ঘরে অন্তহীন চাপ ... কিংবা ঘাড়ে ... বুয়েট পড়া চাই ... সেরকম রেজাল্ট চাই! হতাশায় ভুগি মাঝেমধ্যে।

হ্যাঁ, আমিও স্বপ্ন দেখি ... আমি বুয়েটে চান্স পেয়েছি ... আমিও বুয়েটের ষ্টুডেন্ট হব। এরকম অনেক স্বপ্ন আমার চোখে আছে ... আরো কয়েকদিন থাকবে। এরপর যদি HSC তে ভাল রেজাল্ট করতে পারি ... তাহলে পরীক্ষা দিতে পারব। এরপরই দেখা যাবে কতটুকু কী করতে পারি! মাঝেমাঝে ব্লগে ঘেঁটে দেখা হয় বিভিন্ন বুয়েটিয়ানের পোষ্টগুলো। গত কয়েকদিনে আমি কিছু পোষ্ট পড়লাম যেগুলো বুয়েট ভর্তি সম্পর্কিত ছিল।

এরকম একটা চমৎকার লেখা এটা। আমি জানি সামুতে প্রচুর বুয়েটিয়ান আছেন। আমি তাদের কাছ থেকে শুধুমাত্র একটু ইন্সপিরেশান চাই ... ... আর চাই খানিকটা অভিজ্ঞতার গল্প। HSC এর পর কে কি করলেন, ভর্তি পরীক্ষার আগের রাত, পরীক্ষার সময়কার মানসিক অবস্থা, পরীক্ষার পর মনে সংশয় থাকা – “টিকব নাকি টিকব না!”, রেজাল্টের দিনের মানসিক অবস্থা ... ... ... এ-ই। আর কিছু চাই না।

জাষ্ট এই কটা কথা শেয়ার করলেই হবে। আমি আসলে এ ব্যাপারগুলো জেনে খুব মজা পাই মানে ভাল লাগে। স্বপ্নের দুয়ারে দাঁড়িয়ে যখন এই স্মৃতিচারণা করে সকলে, তখন ব্যাপারটা ভাল না লেগে কী থাকে! আরেকটা কথা ... ... বুয়েটে পরীক্ষা দিয়েছেন, কিন্তু টিকেননি বা চান্স পাননি বা পরীক্ষাই দিতে পারেননি ... এরকম ব্লগারও এখানে আছেন। তারাও কী নিজেদের অভিজ্ঞতা শেয়ার করলে ভাল হয় না! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।