আমাদের কথা খুঁজে নিন

   

কেন এই কন্ঠরোধের চেষ্টা? কেন কেড়ে নেওয়া হচ্ছে আমাদের কলম ? জবাব চাই জবাব দাও

সুস্থ সুন্দর জীবনযাপন করতে চাই । ভাসতে চাই অনাবিল সুখে । আমি ক্ষুদ্ধ, আমি ক্ষিপ্ত । নিন্দা জানানোর ভাষাটাও হারিয়ে ফেলেছি । বর্তমান আওয়ামী সরকার আমাদের কন্ঠরোধের চেষ্টা চালাচ্ছে ।

বন্ধ করে দেওয়া হয়েছে ইউটিউব,বন্ধ করে দেওয়া হয়েছে সোনার বাংলা ব্লগ এবং আজ থেকে বন্ধ করা হয়েছে আমার ব্লগ ডট কম । আমি সোনার বাংলা ও আমার ব্লগে লিখতাম । ইউটিউবেও আমার একাউন্ট ছিল । এগুলো এখন সব ইতিহাস । ঠুনকো কারন দেখিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে মিডিয়াগুলো ।

কেন এই কন্ঠরোধের চেষ্টা চালাচ্ছে বাংলাদেশ সরকার তা আমার জানা নাই । হয়তোবা কারোরই জানা নাই । জোর করে কেড়ে নেওয়া হচ্ছে আমাদের কলম । আমাদের অপরাধ আমরা লেখি । আমাদের কম্পিউটার,ল্যাপটপ,স্মার্টফোন জব্দ করা হচ্ছে ।

যেন এটা কোন গনবিধ্বংসী অস্ত্র । হায় পরিতাপ ! প্রকাশ্যে দিবালোকে জামাত শিবির পুলিশকে পেটাচ্ছে । টিভি চ্যানেলগুলো তা প্রচার করছে । কাল এক পুলিশ কর্মকর্তা অথবা সদস্য মার থেকে বাঁচার জন্য জামাত-শিবিরের কর্মীদের প্রতি রাস্তায় হাটু গেড়ে হাত জোড় করেছেন । তবুও বাচতে পারেননি ।

ইট দিয়ে তার মাথা থেতলে দেওয়া হয়েছে । বর্তমান বাংলাদেশ সরকারের তা নিয়ে কোন চিন্তা নাই। শুধু চিন্তা কিভাবে মিডিয়া বন্ধ করা যাবে । কিভাবে হাতের কলম কেড়ে নিয়ে বাকরুদ্ধ করা যাবে । লেখালেখি করাটা যদি অপরাধ হয় তবে সব ব্লগারকেই গ্রেফতার করে ফেলুন না ! দেখি আপনাদের সাহস কতদূর ।

না হলে কেন মিডিয়া বন্ধ করছেন ? মিডিয়ার কি দোষ ? দোষ যদি থাকে তবে তা মুষ্টিমেয় কয়েকজন লোকের । আপনারা তাদের শাস্তি দিন , গ্রেফতার করুন । কিন্তু আপনারা ঢালাও ভাবে মিডিয়া বন্ধ করবেন তা হতে পারে না । এই যে আজ সামু ব্লগে লিখছি গুজবে শুনছি এটিও বন্ধ হয়ে যেতে পারে যেকোন সময় । কেন ? আবারও প্রশ্ন রাখছি বাংলাদেশ সরকারের প্রতি -মিডিয়ার দোষটা কোথায় ? বন্ধ করতে হয় পর্নোসাইট বন্ধ করুন ।

হাজার পর্নোসাইট রয়েছে । এগুলো বন্ধ করার কোন চিন্তা বাংলাদেশের সরকারের মধ্যে দেখলাম না । নাকি পর্নোসাইট গুলো তারাও ভিজিট করে ! কে জানে মনে হয় এটাই মুখ্য কারন। না হলে আর কোন কারন দেখছি না । আর গ্রেফতার করতে হয় তবে কুরুচিপূর্ণ ও খারাপ লোকদের গ্রেফতার করুন যারা ব্লগসাইটে বিশৃঙ্খলার সৃষ্টি করে ।

তা না করে ঢালাও ভাবে মিডিয়া বন্ধ করে দিবেন এবং নির্দোষ ব্লগারকে গ্রেফতার করবেন তা হতে পারে না । আমরা হতে দিতে পারি না । আসুন আমরা সবাই মিলে জোর গলায় আওয়াজ তুলি- ব্লগ বাঁচাও , মিডিয়া বাঁচাও,ব্লগার বাঁচাও । অবিলম্বে বন্ধ করে দেওয়া সকল মিডিয়া খুলে দেওয়া হোক । এবং নির্দোষ প্রমানিত হলে গ্রেফতারকৃত ব্লগারদের ছেড়ে দেওয়া হোক ।

এই দাবী জানিয়ে লেখাটি শেষ করছি । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।