আমাদের কথা খুঁজে নিন

   

পুরনো স্মৃতি (গভীর রাতে পোষ্ট করেছিলাম, তাই অনেকে মিস করতে পারে ভেবে আবার দিলাম)

শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় ক্যাম্পাসে ২টা গান প্রচলিত ছিলো। যে কোন আড্ডা বা পিকনিকে গানগুলো খুব গাওয়া হতো। আজ হটাৎ গান ২টা মনে পড়লো। কিন্তু কিছুতেই পুরা গান মনে করতে পারলাম না। কেউ কি গান গুলো জানেন? ১টা হচ্ছে সুখ নাই রে, ও পরানের পাখি ১৮টা বিয়া করে জেলায় জেলায় ঘুরি প্রথমে করলাম বিয়া, বাড়ী নোয়াখালী বৌ আমার ভালো লাগেনা ভালো লাগে শালী। সুখ নাই রে, ও পরানের পাখি ১৮টা বিয়া করে জেলায় জেলায় ঘুরি ------------------------------------- ------------------------------------- -------------------------------------- ২য় টা হচ্ছে যার বৌ ফর্সা তার আবার চিন্তা কি? দেয়ালেতে লাগিয়ে নাও বিজলি বাতির দরকার কি? যার বৌ কালো তার আবার চিন্তা কি? চোখেতে লাগিয়ে নাও কাজলের আর দরকার কি? যার বৌ মোট তার আবার চিন্তা কি? বিছানাতে শুইয়ে দাও তোষকের আর দরকার কি? ----------------------------------- ----------------------------------- ------------------------------------ মেয়েরা আবার রাগ কইরেন না। আমরা মজা করতাম। ছেলে মেয়ে সবাই একসাথেই গাইতাম।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।