আমাদের কথা খুঁজে নিন

   

গার্মেন্টসে ট্যাপের পানি খেয়ে বার বার অসুস্থ হচ্ছে শ্রমিকরা কিন্তু পানি পরীক্ষায় সাধারণ ব্যাকটেরিয়া ছাড়া অন্য কিছু পাওয়া যায়নি

বেপোয়া মানুষ পোশাকশিল্পের শ্রমিকদের পানি খেয়ে অসুস্থ হয়ে পড়ার ঘটনাকে স্যাবোটাজ হিসেবে বিবেচনা করা হচ্ছে। চিকিৎসকরা একে উল্লেখ করছেন ভীতিজনিত মানসিক অসুস্থতা হিসেবে। আর ফেসবুকে অসংখ্য মতামতে এ ঘটনাকে বলা হচ্ছে পরিকল্পিতভাবে দেশের গার্মেন্টস শিল্প ধ্বংস করার জন্য একটি পাঁয়তারা। স্যাবোটাজ! গার্মেন্টস শিল্পে অস্থিতিশীলতা ছড়িয়ে দিতেই একটি মহলের ইন্ধনে এ রকম ঘটনা ঘটছে। তবে এ ঘটনা তদন্তে আজ সোমবার সরকারের রোগতত্ত্ব বিভাগের গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআর’র একটি প্রতিনিধি দল সাভার যাচ্ছে।

এই এ পর্যন্ত যতগুলো ইনভেস্টিগেশন করা হয়েছে তাতে সবই মনস্তাত্ত্বিক রোগ হিসেবে এসেছে। বিশেষ করে অল্প বয়স্ক মেয়েদের ক্ষেত্রে এ ঘটনা বেশি ঘটছে। পোশাকশিল্পে এরকম ঘটনা নতুন হলেও আগে স্কুলে এ ঘটনা বেশি ঘটতো। গত ২০০৬-০৭ সালে বাংলাদেশের অনেক স্কুলে এ সমস্যায় স্কুল বন্ধ ঘোষণা করা হয়। রবিবার বিবিসির খবরে এ কথা জানানো হয়।

পানি পরীক্ষা করে, ব্যাকটেরিয়া ছাড়া আর কিছুই পাওয়া যায়নি। এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালের স্বত্বাধিকারী ডাক্তার এনামুর রহমান বলছেন, এটা এক ধরনের প্যানিক ডিসঅর্ডার। পানিবাহিত কিছু হলে হতো ডায়রিয়া বা বমি হতো। কিন্তু সেরকম কিছু হচ্ছে না। এটা এক ধরনের প্যানিক ডিসঅর্ডার।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.