আমাদের কথা খুঁজে নিন

   

দেশে কার্যকর শিক্ষার হার বেড়ে ৫৩.৭০ শতাংশে উন্নীত হয়েছে যা এ সরকারেরই অবদান

আমি একজন ছাএ বাংলাদেশের কার্যকর শিক্ষার হার ৫৩ দশমিক ৭০ শতাংশে উন্নীত হয়েছে। ২০০৮ সালে শিক্ষার হার ছিল ৪৮ দশমিক ৮ শতাংশ। তিন বছরে শিক্ষার হার বেড়েছে ৪ দশমিক ৯০ শতাংশ। সরকারী প্রতিষ্ঠান পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সমীক্ষায় এসব তথ্য উঠে এসেছে। রবিবার রাজধানীর আগারগাঁওয়ে বিবিএস কার্যালয়ে লিটারেসি এ্যাসেসমেন্ট সার্ভে ২০১১ শীর্ষক জরিপের ফল প্রকাশ করা হয়।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী প্রতিটি সূচকেই শিক্ষার হার বেড়েছে। জাতীয় পর্যায়ে পুরুষের শিক্ষার হার বেড়েছে ৮ দশমিক ১০ শতাংশ। আর শহরে ও গ্রামে পুরুষের শিক্ষার হার বেড়েছে যথাক্রমে ১২ শতাংশ ও ৭ দশমিক ৭০ শতাংশ। জাতীয় পর্যায়ে নারী শিক্ষার হার বেড়েছে ১ দশমিক ১০ শতাংশ। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি শিক্ষার হার বরিশালে।

এ বিভাগের ৬১ দশমিক ৯ শতাংশ লোক শিক্ষিত। আর সিলেট বিভাগে ৪৫ দশমিক ২০ শতাংশ শিক্ষার হার তালিকায় সর্বনিম্ন। তথ্য পর্যালোচনায় দেখা যায়, কম বয়সীদের মধ্যে শিক্ষার হার তুলনামূলক বেশি। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.