আমাদের কথা খুঁজে নিন

   

ফেইসবুক স্টেটাস সমালোচনা

সরকারের এখন শেষ সময়, প্রকৃত আওয়ামীলীগার ব্যাতীত দলের সাথে থাকার মতো কাউকে হয়তো টাকা দিলেও পাওয়া যাবেনা কারন তারা যে সুসময়ের মাছি। মধু যা পান করার তা এতোদিনে পান করা হয়ে গেছে। এখনইতো কেটে পড়ার উত্তম সময়। এখন তারা তীব্র সমালোচনা করেই ক্ষ্যান্ত হবেননা সাথে দোষারোপ,গালাগালি সবই করবেন। দল পাল্টাতে হলে যে এরকমই করতে হয়, নইলে যে অন্য দলে প্রবেশ করার পথ খুঁজে পাওয়া দায়।

আমার অনেক পরিচিত, স্বল্প পরিচিত, অধিক পরিচিত, সুবিধাখোর (সুবিধাভোগী বলতে নারাজ কেননা সুবিধাভোগীরা নিজ দলের জন্য কিছুটা হলেও করে, কিন্তু সুবিধাখোর সুবিধা শেষ হলেই চম্পট) সুশীল, সাংবাদিক সরকারের সমালোচনা করেন ন্যুনতম সম্মান দেখানোর প্রয়োজন বোধ করেন না, সে দেশের প্রধানমন্ত্রী হউক আর এল.জি.আর.ডি কিংবা সরাস্ট্র-মন্ত্রী হউন। তারা তো সমালোচনা করতেই পারেন কারন তারাই জাতির একমাত্র বিবেক! তারা টকশো করেন, তারা কলাম লেখেন, ক্রাইম রিপোর্ট লেখেন, আবার সরকারী টাকায় বিদেশ ভ্রমণও করেন। তারা আবার আওয়ামীলীগ ভোটে জিতে গেলে টি.এস.সি এসে সবার সাথে কোলাকুলি করেন তিনি নাকি আগেই জানতেন আওয়ামীলীগ ২৫০সিট পেয়ে সরকার গঠন করবে। এখন আবার সবার আগে গালাগালি তিনিই দিচ্ছেন। অপমানকর কথাবার্তা সবার আগে তিনিই বলেন।

একজন মন্ত্রীর কাজ বিবেচনায় না এনে তার ব্যক্তীগত জীবনে তিনি কি করেন তা বলবার কি আছে রে ভাই। তোমাদের অনেকেইতো শুধু একটু পানীয় খাওয়ার কথা শুনলেই ঘন্টার পর ঘন্টা পোষা কুকুরের মত পিছু পিছু ঘুরতে। এই সরকারের ব্যর্থতার কথা হয়তো বলে শেষ করতে পারবো কিন্তু তোমাদের ফিরিস্তি বলে শেষ করতে পারবোনা। তারপরেও তোমারাই থাকবে আগামী দিনের সুবিধাখোরদের দৌড়ে এগিয়ে। এই নোট হয়তো বেশির ভাগ লোক পড়বেইনা আবার পড়েও বেশিরভাগ লোক ভুলে যাবে কারন তোমরা সুবিধাখোরেরা সবই ভুলিয়ে দিতে পার।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।