আমাদের কথা খুঁজে নিন

   

ভালো থেকো অনির্বাণ !

হঠাৎ তোমার দেখা ! লাল সিগনালের বিরক্তি নিমিষে উধাও অনির্বাণ !! সত্যি তুমি ! কতোদিন পর ! প্রিয় মুখ ! বরাবরের মতো হাত উচিয়ে ডাকতে যাওয়া অনু !!!!!!!!!!! ভুলে যাই মাঝে গেছে দশটি বছর ! সাথে অন্য মুখ ! খুব হাসছিলে অনির্বাণ ! এই হাসি দেখার জন্য কতো অপেক্ষা ! একটু হাসবে তুমি ,ভেসে যাবো মাতাল হাওয়ায় ! কি গম্ভীর থাকতে মনে আছে ? অনির্বাণ ! বদলে গেছো খুব ! বলেছিলে ৪০০ কোটি মানুষের ভিড়ে খুঁজে নেবে আমায় , বলেছিলে , সব সুগন্ধের আড়ালে আমায় বেছে নেবে । এই তো আমি , অনির্বাণ ! তোমার অরুন্ধতী , অরু ! তোমার চোখে ,বুকে অন্য সুখ , একটু কোথাও আমি নেই ! কতো খুঁজেছি আমি ! কতো ! অনির্বাণ ! হুট করে জড়িয়ে ধরবো , সেই আমার মতো অভিমানে বলবো , কোথায় ছিলে ! তুমি কেমন ছিলে ? কেন ভালোবাসোনা আমায় ! কেন এতো দূরে যাও ? এক ক্লান্ত বাতাস কানে কানে বলে গেলো , অরু , ডেকো না ওকে , দেখো না আর । আড়াল করিনি শুধু চোখ ফিরিয়ে নিলাম । জানি ও চোখে আর আমি নেই , ভালো থেকো অনির্বাণ , আমার সবটুকু ভালো লাগা নিয়ে ভালো থেকো তুমি ! ২৮/০১/২০১২  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.