আমাদের কথা খুঁজে নিন

   

ভালবাসার কবিতা

আমাকে ভালবাসার কবিতা লিখতে হবে ঝরঝরে নিটোল নিখুত কবিতা; শব্দেরা এখানে লাফাবেনা- বিদ্রোহ করবেনা কালো সজীব অক্ষরে ঢাকা কবিতার বুকে ভালোবাসা ঘুমাবে স্বর্গের ঘুম। অচিন্ত্য সৌভিক হয়ে কবিতার শব্দেরা ভালবাসার ঝর্ণা ছুটাবে এই খসখসে পাতায়; ভালোবাসার তীব্র ঝংকার তুলবে- যে ঝংকারে হৃদয় ছুঁয়ে যাবে হৃদয়ে আনবে ভালোবাসার টান। ভালবাসা- ভালোবাসা ছাড়া হাহাকার করবে পাড়ি দেবে শব্দের সাগর। এই তীব্র শীতে ভালোবাসার ওমের লাগি; শুধু উষ্ণতার লাগি- ভালবাসারা দলে দলে ভিড় জমাবে এই কবিতার বৃত্ত রেখায় আমৃত্যু ভালোবাসার সুর বাজাবে আমার শায়েরি পেয়ালায়। অনিরুদ্ধ আনজির ০২/০২/২০১২

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.