আমাদের কথা খুঁজে নিন

   

আলমডাঙ্গা বিনোদপুরের সালমা প্রভাবশালী মঙ্গল ফকিরের লালসার শিকার.....

দূরে অাছি......তার্হ ফেরা সহজ....কাছের মানুষ কখনো ফেরে না......... বুদ্ধিপ্রতিবন্ধী গৃহপরিচারিকা অন্তঃসত্ত্বা : স্বীকৃতি চেয়ে মামলা কেএ মান্নান: আলমডাঙ্গা বিনোদপুরের বুদ্ধিপ্রতিবন্ধী যুবতী সালমা (১৫) এখন ৮ মাসের অন্তঃসত্ত্বা। সে প্রভাবশালীর এক বাড়িতে গৃহপরিচারিকার কাজ করতে গিয়ে লালসার শিকার হয়ে বিচারের আশায় পথে পথে ঘুরছে। গ্রামে কয়েক দফা সালিসের আয়োজন করা হলেও তাতে মাতব্বরদের তেমন সাড়া মেলেনি। সালমা অভিযোগ করে বলেছে, ‘প্রতিবেশি মঙ্গল ফকিরের (৪০) লালসার শিকার হয়ে গর্ভবতী হয়ে পড়ি। দারিদ্রতার সুযোগ নিয়ে বাড়িতে ঝিয়ের কাজে ডেকে আমাকে দেহভোগ করে।

অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বাবা-মার নজরে পড়ে। বিচারের দাবি তোলায় দফায় দফায় সালিস ডেকেও মাতব্বরদে সাড়া মেলেনি। বাধ্য হয়েই আমি চুয়াডাঙ্গা আদালতে সন্তানের পিতৃত্ব ও স্ত্রীর মর্যাদা আদায়ে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করি। মামলার পর প্রভাবশালী পরিবারের লোকজন কৌশলে হুমকি ধামকি দিচ্ছে। ’ আলমডাঙ্গার ডাউকি ইউনিয়নের বিনোদপুর গ্রামের ভ্যানচালক ইউনুচ আলীর মেয়ে বুদ্ধিপ্রতিবন্ধী সালমা।

পরিবারের সদস্যরা জানান, ৯ মাস আগে পাশের গ্রামের মৃত আনছার ফকিরের ছেলে মঙ্গল ফকির (৪০) তার বাড়িতে গৃহপরিচারিকার কাজ করার জন্য নিয়ে যায়। সালমা বলেছে, ‘একদিন আমাকে ঘরের মেঝেতে জাপটে ধরে। চিৎকার দিলে মুখ চেপে ধরে ধর্ষণ করে। এ কথা কাউকে জানালে খুন করা হবে বলে হুমকি দেয়। অন্তঃসত্ত্বা হয়ে পড়ার পর শারীরিক পরিবর্তনে বিষয়টি মা-বাবার সন্দেহ হয়।

বিষয়টি জানার পর গ্রামের মাতব্বরদের নিকট নালিস করা হয়। বিচার চাওয়া হয়। গ্রামের কোনো মাতব্বর সালিসের তেমন ব্যবস্থা না করায় মামলা করেছি। ’ ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার     বুকমার্ক হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।