আমাদের কথা খুঁজে নিন

   

শিক্ষা-ক্ষেত্রে আই.সি.টি-এর ব্যাবহার

শিক্ষা গ্রহনের চেষ্টা চলছে বৃহত্‌ অর্থে বলতে গেলে, শিক্ষা-নির্নায়ক, সংগঠক এবং গবেষক প্রত্যেকেই শিক্ষা-ক্ষেত্রে আই.সি.টি-র সু-প্রভাব সম্পর্কে একমত। যেটা এখনো তর্কের বিষয় তা হল শিক্ষা ক্ষেত্রে আই.সি.টি-র কতটা পরিশীলিত ব্যাবহার হওয়া উচিত এবং বাস্তবে তা কতটা পুরন করা সম্ভব। এই বিভাগে আছে তথ্য লেখা, রিপোর্ট এবং শিক্ষামুলক পত্রিকার সাথে অন-লাইন সংযোগ ও ওয়েবসাইট যা শিক্ষা-ক্ষেত্রে আই.সি.টি-এর প্রভাবকে ব্যাক্ত করে এবং বিদ্যালয়ে প্রযুক্তির ব্যাবহার কিভাবে হবে তা নির্নয় করে। (এই বিভাগ শিক্ষা-ক্ষেত্রে আই.সি.টি-র ব্যাবহার কতটা ফলপ্রসু তা ব্যাখ্যা করে। তার সাথে এই সব তথ্য ও তার ব্যাখ্যামূলক অনুশীলণ পরবর্তীকালে শিক্ষা ক্ষেত্রে আই.সি.টি-এর ব্যাবহারের ব্যাপারে সাহায্য করতে পারে। কোন বিষয় গুরুত্ব দেওয়া উচিত, কোন বিষয়ে শিক্ষা দেওয়া উচিত, এবং কোন বিষয় বাদ দেওয়া উচিত্‌ সে সম্পর্কে সঠিক পথ দেখায়।)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.