আমাদের কথা খুঁজে নিন

   

গান: নীল কাচের স্কাইক্র্যাপার ধূসর হয়ে উঠছে

নিঃস্বার্থ মন্তব্যকে ধন্যবাদ, সাময়িক ভাবে আমি মন্তব্যে নেই ছাই রঙা ধুলোর অরণ্যে হেটে যায় ভোর নাগরিক ছাদে বসে সীসে রঙ কাক চা স্টলে কাগজ দৈনিক কুয়াশা চিড়ে এক বাদামী নারকেল গাছ দুটো রোদ খোঁজে দালানের ফাঁকে পিচ ঢালা রোডে গাড়ি ছুটছে কাদা ছিটিয়ে গেলে পথচারী চোখ বুঁজছে দিগন্তে নীল কাচের স্কাইক্র্যাপার ধূসর হয়ে উঠছে লাঞ্চনে ক্যাফেতে নাগরিক বসে আছে সিঙারার তেল ফোটে কাজহীন আড্ডা, আশার আওয়াজ নেই রাজনৈতিক আরেক চামুচ চিনি ভাঙচুর হবে পল্টনে ভাসছে এমন গুজব কানে কানে চায়ের কাপ অনুভূতিহীন থাকে হাত গুলো আলস্যে বসে থাকে সোনারুর ফেলে দেয়া জলে সোনা তুলে আনে পাললিক পিচ ঢালা রোড়ে গাড়িটা ছুটছে ;দিগন্তে নীল কাচের স্কাইক্র্যাপার ধূসর হয়ে উঠছে ------ ড্রাফট ২.০ --------------------------------------------- উঁচু শহরে কষ্টের রঙ ধূসর আকাশ ধূলোয় ছেয়ে আছে কালো বাতাসে সীসার পাখি ওড়ে শহর চিরে নারকেল গাছ দুটো রোদ্র নিখোঁজ উঁচু দালানের ভীড়ে পিচ ঢালা রোডে তবুও গাড়ি ছুটছে উঁচু শহরে কষ্টের রঙ ধূসর ক্লান্ত ক্যাফেতে নাগরিক বসে আছে আশার নাড়ছে আরেক চামুচ চিনি ভাঙচুর হবে এমন শোনা গেল চায়ের কাপ অনুভূতিহীন থাকে ময়লা পথে তিন কুকুরের হল্লা চিপসের ঠোঙা গড়িয়ে চলছে বাড়ি পিচ ঢালা রোড়ে তবুও গাড়ি ছুটছে উঁচু শহরে কষ্টের রঙ ধূসর --- ড্রাফট ১.০ - এডিট করতে গিয়ে দেখি সব কমেন্টে শেষ লাইন..তাই পুরনো ড্রাফট রেখেই দিলাম

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।