আমাদের কথা খুঁজে নিন

   

হায় প্রেম! হায় ভালবাসা!

আমি সেই আলো খুঁজে বেড়াই যেই আলোতে আমার দু চোখ প্রশান্তি পাবে। মৌনতার অবসান ঘটবে। প্রেম করিলে তব-এই দেহ আর মন থাকে না আর নিজের দখলে, নিজেকে নিয়ে কেন আর ভাবিতে না পারে, এই প্রশ্ন আমার সকলের তরে, বৃষ্টিস্নাত সকালগুলো কাটে শিহরণ জাগানো স্পর্শের আশায় অলস দুপুরটায় মুখমণ্ডল ভরা থাকে মলিনতায় পড়ন্ত বিকেলের সূর্যাস্ত নিরাশা দেয় আকাশময় সান্ধ্যকালীন শহরটা কেন লাগে বিষাদময় জোছনার রজনীগুলো থাকে কামনা বাসনার প্রতীক্ষায় আমি চাহি না তবু মন টা করে উড়ু উড়ু-ওই প্রেমের আকাশে বার বার ঘুমন্ত শরীর টা জেগে উঠে- যেন কিসের সুবাসে হঠাৎ কখনও ক্ষণিক সময়ের জন্যে, কিংবা অসময়ে, কিছু উচ্ছ্বসিত আবেগের সৃষ্টি হয় অযথা আকর্ষণ;অযথা তাড়নায় আমি ভরাডুবি খেতেই থাকি কোন সে অজানায়, কোন সে নিরালায়, কোন সে বাধনে, আমি অবিরাম অবিচল ছুটে যেতেই থাকি, তবুও আমার কোন ক্লান্তি নাই এসব সেসবের মাঝে কারন ভালবাসি বলে; হ্যাঁ ভালোবাসি বলে।। - ফেরদৌস আজাদ সাদি

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।