আমাদের কথা খুঁজে নিন

   

চাপার সমাহার

**তবুও কিছু কথা না বলাই থেকে যায়** আমার মনে হয় কথায় কথায় অনেকেই সবাই কমবেশি চাপা মারে। শুধু আমি বাদে । নিজেকে সবার মাঝে একটু ফুটিয়ে তুলতে এই চাপাটাকেই মনে হয় অনেকে ব্যবহার করে। কিন্তু সেই চাপা মারাটা যখন লিমিট ক্রস করে তখন সেই কার না মেজাজ খারাপ হয় কয়েকদিন আগে একটা ভাবীর বাসায় গিয়েছিলাম তার ছেলের জন্মদিন খেতে। তো খাওয়া দাওয়া শেষ।

সবাই যে যার মত যার যার বাসায় চলে গেছে। আমাদের কয়েকজনের গল্প করা তখনও শেষ হয়নি বলে আমরা রয়ে গিয়েছিলাম। আর যে ভাবীর বাসায় গিয়েছিলাম উনি আমাদের মধ্যে বিশিষ্ট চাঁপাবাজ নামে খ্যাত। অবশ্য এই কথাটা উনি জানেনা। কখনও যদি জানতে পারে কি না কি হয় কে জানে? তো গল্প করার এক পর্যায়ে উনি উনার চাঁপা মারা শুরু করে দিলেন।

উনার বোনের গ্রামের শশুর বাড়ি নাকি মেইন রাস্তার এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত। সেখানে নাকি তার বোনকে পুরা রানী রানী মনে হয়। আর দুলাভাই নাকি পুরা রাজার মত। সবাই নাকি তার কথা মত চলে। আমরাও তার চাঁপাবাজী কাহিনী মন্ত মুগ্ধের মত শোনার অভিনয় করছিলাম।

শেষে বললাম যে আপনার রানীর মত বোনটার একটা ছবি দেখান তো। সাথে সাথেই সে আমতা আমতা করে বলা শুরু করলো যে- 'নাআ ইয়ে মানেএ তার যে কত ছবি আমার কাছে আছে কিন্তু এখন সব কোথায় যে রাখলাম.....আচ্ছা পরে দেখাবো'। আমরাও মেনে নিলাম তার চাঁপাবাজীর কথা বলতে গেলে ইয়াআআআআআআ বিশাল একটা লেখা হয়ে যাবে। উনার মায়ের বাসায় নাকি আগে বস্তায় বস্তায় ইলিশ মাছ আনা হত এত ইলিশ মাছ আনতো যে কতগুলা নষ্ট হয়ে যেত শেষে ফেলে দিতে হত। তো যখন বললাম যে ফেলে না দিয়ে ফ্রিজে রাখলেই তো হত!বলে কিনা তখন তাদের বাসায় ফ্রিজ ছিলনা।

আমরা হাসবো না কি করবো বুঝে উঠতে পারতামনা। যাদের অবস্থা এত হাইফাই ছিল তাদের বাসায় নাকি একটা ফ্রিজ থাকবেনা। এটাও নাকি আমাদের মেনে নিতে হবে তার বাবার নাকি ৫টা ঘোড়া ছিল,আর তার মায়ের সেই সময় ৫০ ভরির মত স্বর্ণ ছিল। আর জমিজমার কথা নাইই বললাম!!!! তবে তার চাপা মারাটা এখন আমরা অনেক বেশী এঞ্জয় করি B একচুয়ালি আমি মোটেও চাপা মারতে পারিনা (পুরাই চাপা) এখন দেখি তো কারা কারা ঐ ভাবীটার মত চাপা মারতে পারেন তার একটা পরীক্ষা হয়ে যাক ওক্কে লেটস স্টার্ট ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।