আমাদের কথা খুঁজে নিন

   

বু-আজিজি থেকে লিয়াকত আলী!!!! আরব বসন্ত বাংলার নয়------তবেকি জাতিগত আত্ম -হত্যায় মোহাচ্ছন্ন আমরা????

সেই চিরবিদ্রো.... যে লড়াই , কখনো শেষ হয়না.... আরব বসন্ত নিয়ে কত কথা কত স্বপ্ন!!! কিন্তু বাংলায় যে আরব বসন্ত আসার নয়! এক - বু আজিজির আত্মহত্যায় ফুসে উঠেছির তার দেশ তিউনিশিয়া। পিলপিল করে জনতা নেমে এসেছে রাজপথে। ৩০ বছরের সুদীর্ঘ জালিম শাহীর পতন ঘটিয়ে ঘরে ফিরেছে। আমরা বুঝি বড় বেশি সহনশীল!!!!!!! নাকি ভীতু!!! নানা স্বার্থপর!!! আমাদের শেয়ার বাজারে ধোপার ধোলাই চলছে আমরা নির্বিকার!! সমাজের প্রতিটা ক্ষেত্রে ভুক্তভূগির চিৎকারে আকাশে মেলানোর আগেই যেন আমরা ভূলে যাই!!!!!!!!!!!! বিশ্ববিদ্যালয়ের ছাত্র! স্কুলের শিক্ষক! ব্যবসায়ী! গৃহবধু! শিশু! কেউ নিরাপদ নয়! তারপরও আমরা ভাবলেশহীন কি সুন্দর বেঁচে আছি! কায়ক্লেশে কাঁদা এড়িয়ে নিজের বিলাস বহুল প্রাসাদে ঢুকে কাকের মতো মুখগুজে থাকা কিঙবা উটপাখির মতো- লাশের পর লাশ পড়ছে!!!!!!!!!!!!!!!! হাজার ঝড়ও বিচলিত করেনা আমাদের- আর দশটা খবরের মতো- শেয়ারবাজারে পুঁজি হারানো এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। তার স্বজনরা জানিয়েছেন, পুঁজি হারানোর পর থেকে মানসিক অস্থিরতায় ছিলেন তিনি।

সোমবার আত্মহত্যাকারী ওই ব্যক্তির নাম কাজী লিয়াকত আলী (৪০)। তার বাসা গোপীবাগে রামকৃষ্ণ মিশন রোডে। সোমবার সকালে বাসার শোবার ঘরে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে তিনি গলায় ফাঁস দেন। " খবরটা পুরানো হবার আগেই আমরা পুরানো করে ফেলি। অন্য পেইজে ক্লিক করে!!!! অন্য দশটা খবরের পিছে ছূটতে ছুটতে!!! এভাবে আমি মরে গেলৈও হয়তো আর দশজন পাশ কাটিয়ে যাবে খবরকে- অন্য কোন অজুহাতে!!!!!!!!!!!!!!!!!!!!!! তবে কি এভাবেই চলবে আত্ম হত্যা!!! লিয়াকত আত্মহত্যা করেনি??!! করছি তো আমরা !! নিত্য, পলে পলে বিবেকের কাছে, আত্মার কাছে, চেতনা এবং বোধের কাছে!!!! সিংহের মতো একদিন বেঁচে থাকার ছেয়ে তেলাপোকার মতো হাজার বছর বাঁচা!র বাসনা আমাদের গ্রাস করে ফেলৈছে!!!!!!!!! তবে আর কি এসো! আত্মহত্যার মিছিলে নাম লিখে অন্তত মৃত বিবেক কে একটু নেড়েচেড়ে মরি!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! বাংলার বসন্ত যেদিন আসবে সেদিন হয়তো অনাগত বীরেরা আমাদের নপুংশকতাকে ক্ষমা করে দেবে! কারণ ওরা যে বীর।

ওরা ক্ষমা করতে জানে। তাদের কোলে আবার পুন:জন্ম নেবার বাসনা টুকুই হোক কাপুরুষতাকে ঢাকবার সামান্য ন্যংটি!!!!!!!!!!!!!!!! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।