আমাদের কথা খুঁজে নিন

   

এনজাইনা বা বুকের ব্যাথা

ডা: শাহরিয়ারের পোষ্ট এনজাইনা (Angina ) হচ্ছে একটি বিশেষ ধরনের ব্যাথা যেটি হৃদপিন্ডে হয়। হৃদপিন্ডের রক্ত ( যেটি অক্সিজেন বহন করে ) সরবরাহ কোন কারনে কমে গেলে এই ব্যাথা হয়। ব্যাথাটি বুকের মাঝখানে হয়, চাপ ধরার মত ব্যাথা, সাধারনত পরিশ্রমে ব্যাথাটি বাড়ে এবং বিশ্রাম নিলে কমে যায়। এনজাইনা তিন ধরনের ১) ষ্টেবল এনজাইনা - সাধারনত পরিশ্রমে বা প্রবল মানসিক চাপের সময় ব্যাথাটি হয় ও বাড়ে এবং বিশ্রাম নিলে কমে যায়। ২) আনষ্টেবল এনজাইনা – এ ধরনের এনজাইনার ব্যাথা পরিশ্রমে সাথে সম্পর্কহীন।

বিশ্রামরত অবস্থায়ও ব্যাথা হয়। ব্যাথাটি অনেক তীব্র হয়। দীর্ঘ সময় ধরে ব্যাথাটি থাকে। ওষুধের মাধ্যমে এর চিকিৎসা সম্ভব। চিকিৎসা ছাড়া এটি হার্ট এটাক পর্যন্ত গড়াতে পারে।

৩) প্রিন্জমেটাল এনজাইনা – এটিকেই স্প্যাজমোটিক এনজিনা বলা হয়। মানসিক চাপ, ঠান্ডা আবহাওয়া, হার্ট ব্লক ইত্যাদি কারনে হার্টের রক্তনালী হঠাৎ সংকুচিত হয়ে হার্টের রক্ত সরবরাহ কমে গেলে স্প্যাজমোটিক এনজিনা হতে পারে। এটি সাধারনত সকালের দিকে বেশী হয় এবং বিশ্রামরত অবস্থায়ও ব্যাথা হয়। এছাড়াও হার্টের ভালভে (heart valve) সমস্যা থাকলেও এনজাইনা হতে পারে। শরীরে কোলেষ্টেরল ( এক ধরনের চর্বি ) এর পরিমান বেড়ে গেলে সেই অতিরিক্ত চর্বি রক্ত নালীর ভেতরে জমাট বেধে ব্লক সৃষ্টি করে।

এবং এ থেকেই এনজাইনার সৃষ্টি। সে কারনে অতিরিক্ত চর্বিযুক্ত খাবার না খেয়ে , ব্যায়াম করে, ধুমপান বাদ দিয়ে এবং মানসিক চাপ কমিয়ে আপনি আপনার হার্ট সুস্থ রাখতে পারবেন। এই পোষ্ট সম্পর্কে কোন প্রশ্ন থাকলে অথবা অন্য কোন বিষয়ে কোন প্রশ্ন থাকলে দয়া করে আমার ফেসবুক পেজ এর Wall এ প্রশ্নটি করুন। ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.