আমাদের কথা খুঁজে নিন

   

আপনার ফোনের জন্য ফ্রী ভার্চুয়াল মেমরি কার্ড !!!

ফাল্গুনের রাতের আঁধারে যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ...... মরিবার হল তার সাধ । আমরা যারা মাল্টিমিডিয়া মোবাইল ফোন ব্যবহার করি, সাধারনত ব্যক্তিগত ছবি, পছন্দের গান বা ভিডিও অথবা দরকারি সফটওয়্যার, অন্যান্য ফাইল সংরক্ষনের জন্য মেমরি কার্ডের উপর নির্ভর করি। মেমরি কার্ডগুলো ফাইল সংরক্ষনের জন্য নির্ভরযোগ্য উপকরণ নয়। সমস্যা হলো , কথানেই বার্তা নেই হঠাৎ করেই অক্কা এগুলো পেয়ে যায়। সেই সাথে মুছে যায় আমাদের পছন্দের দরকারি ফাইলগুলো।

যেগুলো আর কখনই ফেরত পাওয়া যায় না। এক্ষেত্রে অনলাইন ফাইল শেয়ারিং ওয়েবসাইটগুলি হয়তো সমাধান হতে পারে, কিন্তু সেগুলো মোবাইল ব্রাউজারের উপযোগী নয়। আর সেগুলো গোপনীয়তাও রক্ষা করে না। অর্থ্যাৎ ব্যক্তিগত ফাইল রাখার উপযোগী নয়। তবে ওয়াপকা নামে একটি সাইট আছে যেটিকে আপনি ভার্চুয়াল মেমরি কার্ড হিসেব ব্যবহার করতে পারবেন।

এটা কখন ক্রাশ করবে না, মুছে দিবেনা আপনার দরকারি/ব্যক্তিগত ফাইলগুলোকে, আর সেগুলো আপনিও ছাড়া আর কেউই access করতে পারবে না; এমনকি সার্চ ইঞ্জিন গুলোও না। আর সার্ভিস সম্পুর্ণ ফ্রী। প্রথমে এখান থেকে registration করুন। এরপর wapka.mobi তে গিয়ে লগিন করুন। admin মোডে ঢুকুন।

এরপর Edit Site>>File manager। এটাই আপনার মেমরি কার্ড। আপনি যত খুশি ফোল্ডার তৈরি করতে পারবেন। ফাইল Add/delete/move করতে পারবেন। More upload ways এ গিয়ে একসাথে ২০টি ফাইল আপলোড করতে পারবেন।

এমনকি অনলাইন কোনো লিঙ্ক থেকেই ফাইল আপলোড করে রাখতে পারবেন। যখন খুশী সেগুলো ডাউনলোড করতে পারবেন। আপনাকে 200MB জায়গা দেওয়া হয়েছে। এটিকে বাড়িয়ে 400MB করতে যান login>>Settings>>Enable Premium Function. আসলে এটি একটি মোবাইল সাইট বিন্ডার। অর্থ্যাৎ আপনার নিজের একটি ওয়াপসাইট হলো।

আপনি এখানে ফাইল শেয়ারিং এর সুযোগ রাখতে পারেন। এজন্যে যান Edit Site>File Uploader>Add । অর্থ্যাৎ কেউ যদি আপনাকে ফাইল পাঠাতে চায় তবে। http://আপনারইউজারনেম.wapka.mobi এখানে গেলে পাঠাতে পারবে। আপনি ফাইল পাবলিশও করতে পারেন।

এজন্যে যান Edit Site>>Wml/Xhtml এখানে। এবার লিখুন :file-1: অথবা :file-2: ইত্যাদি এবং সাবমিট করুন। আরও অনেক উন্নত ফিচার আছে, একটি ঘাটাঘাটি করলেই বুঝতে পারবেন। আপনার ভার্চুয়াল মেমরি কার্ডে প্রবেশ করতে সর্বদা wapka.mobi এই লিঙ্ক থেকে লগিন করুন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.