আমাদের কথা খুঁজে নিন

   

আধা সাময়িক পোষ্টঃ নাস্তিক নামের ইসলাম বিদ্দেষীদের দ্বারা ইসলাম কতটা ক্ষতিগ্রস্থ? (ক্যাচাল পোষ্ট হলেও হতে পারে!)

বুদ্ধিমত্তা একটি আপেক্ষিক ব্যাপার। আপনি তখনই বুদ্ধিমান যখন আপনার পাশের লোক বোকা !! আমার তো মনেহয় অনলাইনে নাস্তিক নামের ইসলাম বিদ্দেষীদের দ্বারা ইসলাম আসলে উপকৃত। প্রথমতঃ ইসলাম বিদ্দেষীরা যে হারে হুর, গেলমান, দাসী ছহবত, নামের বিকৃতি করে ইসলাম বিদ্দেষ প্রচার করত তাতে যে কোন সাধারণ বোধ সম্পন্ন মানুষ মাত্রই বুঝতে পারত যে ইসলাম বিদ্দেষীরা কতটা নিচু মানসিকতার হয়। দ্বিতীয়তঃ ক্যাচালের জন্য হোক বা ইসলাম বিদ্দেষীদের কাউন্টার দেয়ার জন্য হোক হাদিস কোরআন ইসলামের ইতিহাস নবীজির জীবনী এসব নিয়ে ব্লগ থাকত সরগরম। কিন্তু ইসলাম বিদ্দেষীদের অবর্তমানে ব্লগে ধর্ম বিষয়ে ব্লগারদের আগ্রহ যে কতটা কমে গেছে সেটা আর বলার অপেক্ষা রাখেনা। তৃতীয়তঃ আপনার আমার ধর্মের প্রতি কতটা ভালোবাসা আছে। ধর্মকে কতটা মনেপ্রাণে ভালোবাসি সেই অনুভূতিটা জাগিয়ে দেয়াতে ইসলাম বিদ্দেষীদের কি কোন ভূমিকাই নাই! অন্ধকার না দেখলে আলোর মর্ম ঠিক কতটা সেটা বুঝতে পারাটা তো সহজ হওয়ার কথা না। যাইহোক, ধর্ম বিদ্দেষীদের নোংরামী গালিগালাজ নামের বিকৃতি সেটা তাদের মুখে বা তাদের লেখনিতেই রাখুন। এইসব ক্যাচাক্যাচির ভীড়ে গ্যালারীতে বসে বসে কোরআন হাদিস ইসলামের ইতিহাস ইসলামের বিভিন্ন নিয়ম নীতির ব্যাপারে যে অনেক কিছু জানলাম বুঝলাম শিখলাম তার কি কোন মূল্যই নেই! কই এখন তো আর ব্লগে এসবের আলোচনা তেমন একটা দেখিনা! আমার পয়েন্ট অফ ভিউ থেকে আমি যদি বলি নাস্তিক নামের ইসলাম বিদ্দেষীদের কারণে আসলে ইসলামের ক্ষতি তো হয়ই নি বরং অনেক ক্ষেত্রে বেশ উপকার হয়েছে। তাহলে কি কথাটা অনেক ভুল বলা হবে? ব্লগ ফেসবুকে তাদের না থাকাটাই তো দেখি অনেকটা লস!!

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।