আমাদের কথা খুঁজে নিন

   

প্রিজন সেল থেকে (দ্বিতীয় পর্ব)

অতৃপ্ত আত্মার অনুচ্চ ক্রন্দনধ্বনি সেই কবেই মিলিয়ে গেছে স্তব্ধ বালুকাবেলায়। তারপরও স্মৃতির ঠাস বুননে একে একে গেঁথে নিয়েছি হৃদয়ের আবেগতাড়িত কখনওবা অবদমিত অসহায় ইচ্ছেগুলোকে। আর তাই,আজ আমি এখানে। অনেকদিনের ইচ্ছা একটা কাহিনী কবিতা লিখব। আজ সেই ইচ্ছাতার বাস্তব রূপ দিলাম। আশা রাখি, বরাবরের মতই আপনাদেরকে পাশে পাব। আজ দ্বিতীয় পর্ব। ঐ তো ঐ তো সেই মুক্তির চির কাঙ্ক্ষিত দুয়ার কি অদ্ভুত কি মায়াবি প্রহসনে ডাকছে আমায় ডাকবে না কেন, কৈশোর টা যে আজ কেড়ে নিয়েছিস তুই তোর ই তো আজ উপহাসের দিন,সময় আমার ডুকরে কাঁদার বেরিয়ে আসি নত মস্তকে, খুব চেনা সেই সেল থেকে কি আশ্চর্য,ছয়টি বছরের নাড়ীর বাঁধন একটুও টানল না আমাকে চোখটি মেলেই দুহাতে ঢাকি, একটু কি বেশি রোদ আজ ? হয়ত না,ঝলমলে এই পৃথিবীতে আজ বড্ড সাদাকালো আমি চলতি পথে থমকে দাড়াই, যাব কোথায় জানিনা সব হারানো এক পথিক আমি, নেই যার ঠিকানা হর্নের শব্দে সম্বিত ফিরে, কানে বাজে লোকের চিৎকার ব্যস্ত রাস্তার মাঝেই আমি, তাইতো এই হাহাকার। (চলবে) প্রথম পর্ব টি এখানে প্রিজন সেল থেকে (প্রথম পর্ব)

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.