আমাদের কথা খুঁজে নিন

   

ইসলাহী খুতুবাত(৩)(ইসলামিক ইবুক ডাউনলোড)

চেষ্টা করছি ভাল কিছু তৈরী করতে............................ বর্তমান মুসলিম বিশ্বের অন্যতম ইসলামী ব্যক্তিত্ব বিচারপতি মাওলানা তাকী ওসমানীর অমূল্য বয়ান এর ৩য় খন্ড প্রকাশিত হল। নিচে বয়ানের কিছু অংশ তুলে ধরা হল। অর্থনীতির আধুনিক জিজ্ঞাসা অর্থনীতি ইসলামী শিক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ। ইসলামী শিক্ষার এ দিকটি বিস্তৃত,ইসলামী ফিক্বহ মন্থন করলেই আপনি তা অনুধাবন করতে পারবেন। যদি ইসলামী ফিক্বহের কোন গ্রন্থকে ভাগ করা হয়,তাহলে দুভাগিই অর্থসংক্রান্ত।

কিন্তু সর্বদা মনে রাখতে হবে,ইসলামে অর্থনীতির গুরুত্ব থাকলেও এটে ইসলামের মূল বিষয় নয়। যেমন-অন্যান্য মতবাদে অর্থনীতিই হচ্ছে মূল বিষইয়,ইসলামে কিন্তু তেমন নয়। ইসলামে মৌলিক হলো মানুষ পার্থিব জগতে বাস করলেও তার আসল ঠিকানা তার পার্থিজগত নয়। বরং পার্থিব জীবন হলো আসল ঠিকানায় পৌছাবার একটি সিড়ি-একটি স্টেশন। চলার পথে এ স্টেশনে সবটুকু শক্তি সামর্থ শেষ করে দেয়া ইসলামের মেযাজ পরিপন্থি।

মিডিয়াফায়ার ডাউনলোড লিঙ্ক- অর্থনীতির আধুনিক জিজ্ঞাসা সাইজ-২ মেগাবাইট কুরানের মর্যাদা কুরআন তিলাওয়াতের প্রতি আমাদের আগ্রহ নেই কেন?তিলাওয়াতের মাধ্যমে আমরা নেক অর্জনের চেষ্টা করি না কেন?এর কারন হল নেক দুনিয়ার কোনো সম্পদ নয়। দুনিয়ার কোন টাকা পয়সাকে নেকী বলা হয় না। যদি বলা হয় “আলিফ-লাম- মীম” পড়লে ত্রিশ টাকা পাবে তাহলে তার জন্য মনের আগ্রহ ও অনুভূতি সৃষ্টি হত। মানুষ এর জন্য দৌড়ে আসতো। কিন্তু নেকীর কথা বলাতে বিশেষ কোনো আকর্শন জাগে না ,কারন দুনিয়াতে টাকার মূল্য জানা আছে নেকীর মূল্য জানা নাই,নেকীর সম্পদ তো পার্থিব জীবনে অচল।

এর মাধ্যমে কোনো গাড়ী বাড়ী,বাংলো মিলবে না। তাই এর প্রতি আকর্ষন জাগে না। যেদিন চোখ বন্ধ হবে,প্রানপাখি উড়ে যাবে,জবাবদিহিতার জন্য আল্লাহতাআলার সন্মুখে দন্ডায়মান হবে,সেদিন নেকীর কদর বুঝে আসবে। ডাউনলোড লিঙ্ক- কুরানের মর্যাদা আত্নার বিভিন্ন ব্যাধি মানুষের শরীর যেমনিভাবে রোগাক্রান্ত হয়,জ্বর,পেটের পীড়া,খিচিনি প্রভৃতি ব্যধি দেহকে আক্রান্ত করে তেমনিভাবে আত্নাও রোগাক্রান্ত হয়। আত্নার ব্যাধি হলো,অংহকার,হিংসা ইত্যাদি।

এসব রোগ আত্নাকে আক্রান্ত করে অসুস্থ ও দূর্বল করে দেয়। মিডিয়াফায়ার ডাউনলোড লিঙ্ক- আত্নারবিভিন্ন ব্যাধি সাইজ-১ মেগাবাইট দুনিয়ার ভালোবাসার মত্ত হয়ো না পার্থিব জগতের এসব উপকরন,অর্থ-সম্পদ যতদিন পর্যন্ত তোমাদের আশেপাশে থাকবে,ততদিন পর্যন্ত কোনো শঙ্কা নেই। কারন এসব ধন সম্পদ তোমাদের জীবনতরী চালাবে। কিন্তু যেদিন এসব ধন সম্পদ তোমাদের চতুর্পাশ ভেদ করে অন্তরের কিশতিতে প্রবেশ করবে,সেদিন তোমাদের ধ্বংশ অনিবার্য। মিডিয়াফায়ার ডাউনলোড লিঙ্ক- দুনিয়ার ভালোবাসার মত্ত হয়ো না সাইজ-১ মেগাবাইট অর্থ সম্পদের নামিই কি দুনিয়া পার্থিব জগতের এসব উপকরন,অর্থ-সম্পদ যতদিন পর্যন্ত তোমাদের আশেপাশে থাকবে,ততদিন পর্যন্ত কোনো শঙ্কা নেই।

কারন এসব ধন সম্পদ তোমাদের জীবনতরী চালাবে। কিন্তু যেদিন এসব ধন সম্পদ তোমাদের চতুর্পাশ ভেদ করে অন্তরের কিশতিতে প্রবেশ করে আর মানুষ যদি সম্পদের মোহে এমনভাবে উঠেপড়ে লাগে যে,অস্থিমজ্জায় এখন শুধু সম্পদের ভাবানা ছাড়া আর কিছুই নেই,তাহলে বুঝতে হবে কিশতির অন্দরে পানি ঢুকেছে। এই পানি তার জীবন তরী ধ্বংশ করে তবেই ক্ষান্ত হবে। তখন এই দুনিয়া তার জন্য বিবেচিত হবে “মাতাউন গুরুর” বা ধোকার উপকরনরুপে। প্রতিভাত হবে তার জন্য ফিতনা তথা পরীক্ষারুপে।

এ চিত্র সম্পর্কে বলা হয়েছে,দুনিয়াটা মৃত লাশ আর তার প্রার্থী হলো কুকুরের ন্যায়। যারা দুনিয়াকে অন্তরে স্থান দিয়েছে,তাদের ক্ষেত্রেই এমন কথা প্রযোজ্য। ডাউনলোড লিঙ্ক- অর্থ সম্পদ সাইজ-৬৩৩কিলোবাইট মিথ্যা ও তার ব্যাপক রুপ রক্তকনিকা যেভাবে শিরায় শিরায় ছড়িয়ে পড়ে তেমনিভাবে মিথ্যা আমাদের সমাজের রন্ধে রন্ধে ছড়িয়ে পড়েছে। চলাফেরা উঠা বসায় সর্বত্র মিথ্যা উচ্চারিত হচ্ছে। অনেক সময় কৌ্তুকচ্ছলেও আমারা মিথ্যা বলছি।

মিথ্যাকে আজ মানুষ গুনাহই মনে করে না। মানুষের ধারনা এগুলো আমাদের নেকির মাঝে কোণো প্রভাব ফেলবে না। মিডিয়াফায়ার ডাউনলোড লিঙ্ক- মিথ্যা সাইজ-১মেগাবাইট প্রতিশ্রুতি ভঙ্গের প্রচলিত দৃষ্টান্ত ওয়াদা খেলাফ এর এমন অনেক রুপ আছে,যেগুলো আমারা ওয়াদা খেলাফের তালিকা তেকে বাদ দিয়ে রেখেছি। অথচ,যদি প্রশ্ন করা হয় ওয়াদা ভঙ্গ করা কেমন উত্তরে সকলে বলবে কবীরা গুনাহ জখন্যতম পাপ। কিন্তু কার্যক্ষত্রে আমরা মারাত্বক এই গুনাহ থেকে কতটুকু বেচে থাকি?ওয়াদা ভঙ্গের এমন কিছু দৃষ্টান্ত আছে যেগুলোকে আমারা প্রতিশ্রুতি ভঙ্গই মনে করি না।

মিডিয়াফায়ার ডাউনলোড লিঙ্ক- প্রতিশ্রুতি সাইজ-১ মেগাবাইট খিয়ানত ও তার প্রচলিত রুপ মানুষের নিকট সবচেয়ে বড় আমানত যা থেকে কেউই মুক্ত নয়,তার অস্তিত্ব,তার জীবন,তার অঙ্গ প্রত্যঙ্গ তার সময় ও তার সামর্থ.মানুষ মনে করে হাত পা চোখ-কান প্রভৃতির মালিক সে নিজেই। ধারনা ঠিক নয়। ব্রং এসব কিছু আমাদের নিকট আমানত। আল্লাহ আমাদের এগুলো আমাদের ব্যবহারের জন্য দান করেছেন। তাই এই আমানতের দাবী হলো এগুলো যে কাজে আমাদের দান করা হয়ছে সে কাজের জন্য এইগুলো ব্যবহার করা।

তাছাড়া অন্য কাজে ব্যবহার করলে তখন আমানতের খেয়ানত হবে। মিডিয়াফায়ার ডাউনলোড লিঙ্ক- খিয়ানত সাইজ-১ মেগাবাইট সমাজ সংস্কার পদ্ধতি সমাজ কাকে বলে?ব্যক্তির সমষ্টিকে সমাজ বলে অতএব যদি সমাজের প্রতিটি সদস্যের মাঝে নিজেকে সংশোধন করার চেতনা চলে আসে,তাহলে গোটা সমাজ ঠিক হয়ে যাবে। কিন্তু প্রত্যেকে যদি নিজের চিন্তা ছেড়ে অপরের পেছনে লেগে থাক,তাহলে সমাজশুদ্ধি কখনো হবে না। মিডিয়াফায়ার ডাউনলোড লিঙ্ক- সমাজ সংস্কার সাইজ-১মেগাবাইট ব্যবসায় দ্বীন ও দুনিয়া উভয় রয়েছে ইচ্ছা করলে আমরা ব্যবসার মাধ্যম জান্নাতে যেতে পারি নবীদের সাথে হাশর করার সৌভাগ্য গড়তে পারি। আর চাইলে আমরা একে জাহান্নামের মাধ্যমও বানাতে পারি।

পাপিষ্ঠদের সাথে হাশর করার দুর্ভাগ্যও অর্জন করতে পারি। উভয়টি আমাদের পক্ষে সম্ভব। দেখার বিষয় হলো-আমারা কোনটি গ্রহন করছি,আর কোনটি বর্জন করছি। মিডিয়াফায়ার ডাউনলোড লিঙ্ক- ব্যবসায় দ্বীন ও দুনিয়া সাইজ-৫৯৬ মেগাবাইট বিয়ের খুতবার তাৎপর্য অভিজ্ঞতা প্রমান করে যে যদি স্বামী স্ত্রীর অন্তরে আল্লাহতালার ভয় না থাকে,আল্লাহ্র নিকট জবাবদিহিতার অনুভূতি যদি জাগরুক না হয় যদি এই উপলব্ধি না থাকে যে আমাদের প্রতিটি কথা ও কাজের হিসাব পরিপূর্ণভাবে দিতে হবে,তাহলে বাস্তবতা হলো পরস্পরের অধিকার অনাদায়ী থেকে যায়। তখন স্বামী স্ত্রীর অধিকার এবং স্ত্রী স্বামীর অধিকার আদায় করতে সক্ষম হয় না।

মিডিয়াফায়ার ডাউনলোড লিঙ্ক- বিয়ের খুতবা সাইজ-৩৬০ মেগাবাইট বড়দের মান্য করা মিডিয়াফায়ার ডাউনলোড লিঙ্ক-মান্যকরা সাইজ-৮৪৩  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।