আমাদের কথা খুঁজে নিন

   

বিএনপি-পুলিশ সংঘর্ষ: চাঁদপুর ও লক্ষ্মীপুরে নিহত ২, আহত শতাধিক

বিএনপি-পুলিশ সংঘর্ষ: চাঁদপুর ও লক্ষ্মীপুরে নিহত ২, আহত শতাধিক বার্তা২৪ ডেস্ক ঢাকা, ২৯ জানুয়ারি: রোববার চাঁদপুর ও লক্ষ্মীপুরে পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে। দু’জায়গাতেই দফায় দফায় সংঘর্ষ চলছে। আমাদের চাঁদপুর প্রতিনিধি জানান, সকালে বিএনপির নেতাকর্মীরা গণমিছিলের জন্য জড়ো হলে পুলিশ তাতে বাধা দেয়।

এক পর্যায়ে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ গুলি ছুঁড়লে ভয়াবহ সংঘর্ষ বাধে। এতে এক বিএনপি কর্মী নিহত হয়েছেন। পুলিশের তিন সদস্য ও সাংবাদিকসহ আহত হয়েছেন অর্ধ শতাধিক। বার্তা২৪ ডটনেটের জেলা প্রতিনিধি শরীফ চৌধুরীও আহত হয়েছেন।

দুপুর ১২টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ চলছে। শহরের দোকানপাট বন্ধ রয়েছে। আতঙ্ক ছড়িয়ে পড়েছে চারদিক। অন্যদিকে, আমাদের লক্ষ্মীপুর প্রতিনিধি জানান, সকাল থেকেই বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে। বেলা ১২টা পর্যন্ত থেমে থেমে সংঘর্ষ চলছি।

এক বিএনপি কর্মী নিহত হয়েছেন বলে জানা গেছে। তবে তার পরিচয় পাওয়া যায়নি। আহত হয়েছেন অর্ধশতাধিক। পুরো শহরে আতঙ্ক বিরাজ করছে। এদিকে, রোববার সকালে বান্দরবানে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষে কমপক্ষে ১০জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

উল্লেখ্য, রোববার দেশব্যাপী বিএনপির গণমিছিল ছিল। শনিবার রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে পুলিশ সভা-সমাবেশে নিষিদ্ধ ঘোষণা করে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।