আমাদের কথা খুঁজে নিন

   

এই একটা জুজুর ভয় দেখিয়ে এরা পাবলিককে বেকুব বানিয়ে চলছ...কপি

আমি ভব ঘুরেঈ হবো এটাই আমার এ্যম্বিশান..... সৈয়দ আশরাফরা কি হুঁশে আসবেন না! কয়েক দিন আগে কোলকাতার আনন্দবাজার লিখেছে—বাংলাদেশে হাসিনা সরকারের কোনো বিপদ এলে দিল্লি তার পাশে এসে দাঁড়াবে। এ কথার অর্থ কি বাংলাদেশের মানুষ বোঝে না! দিল্লি পাশে এসে দাঁড়াবে বলেই ড্যাম কেয়ার ভাব! কোনো এক মন্ত্রী সেদিন বললেন, দেশ আজ দুইভাগ। স্বাধীনতার পক্ষের ভাগ স্বাধীনতার বিপক্ষের ভাগ। কথাটা মন্ত্রী বাহাদুর একাত্তুরকে মাথায় রেখে বলেছেন। একবারও ভেবে দেখলেন না কতবড় একটা গর্হিত কথা বলে ফেলেছেন তিনি।

মুক্তিযুদ্ধ চলার সময় জাতির মাঝে কোনো বিভক্তি ছিল না। সারা জাতি ছিল দেশের স্বাধীনতার পক্ষে। মুষ্টিমেয় কিছুসংখ্যক ছিল যারা বিরোধিতা করেছিল। তারা কোনো ভাগে ছিল না। স্বাধীনতার চল্লিশ বছর পর আজ যদি কেউ স্বাধীনতার পক্ষের আর স্বাধীনতার বিপক্ষের বলে জাতির মাঝে কোনো বিভক্তি দেখতে পান তার অর্থ কী দাঁড়ায়! সেদিনের সেই মুষ্টিমেয় ‘কিছুসংখ্যক’ আজ ‘ভাগ’ হয়ে দাঁড়িয়েছে! তারা সংখ্যায় এতই বেশি যে তাদের একটা ‘ভাগ’ বলে গণ্য করতে হবে! তারা এতই শক্তিশালী যে স্বাধীনতাকে উল্টে দেয়ারও ক্ষমতা রাখে! এক শ্রেণীর মতলববাজের মুখে প্রায়ই একটা কমন বুলি শুনতে পাওয়া যায়, ‘স্বাধীনতা বিরোধী শক্তি’ নাকি দেশটাকে পাকিস্তান বানাতে চায়! এই একটা জুজুর ভয় দেখিয়ে এরা পাবলিককে বেকুব বানিয়ে চলছে।

পাকিস্তান অধ্যায় গত হয়েছে চল্লিশ বছর আগে। ব্রিটিশরা ভারতবর্ষ ছেড়ে গেছে পয়ষট্টি বছর হলো, এখন যদি কোনো উজবুক বলে ব্রিটিশরা ভারতকে আবার তাদের কলোনি বানাতে চায় কেমন লাগবে শুনতে! ভারত যেমন কোনোদিন আর ব্রিটিশের অধীনস্ত হবে না বাংলাদেশও তেমনি কোনোদিন পাকিস্তানের অংশ হবে না। আজ চল্লিশ বছর পর বাংলাদেশে এমন একজন লোক খুঁজে পাওয়া যাবে না, যিনি চাইবেন বাংলাদেশ আবার পাকিস্তান হোক। তারপরও ওই মতলববাজি প্রচারণা। আসলে বাংলাদেশীদের পৃথক জাতিসত্তাকেই ওই মতলববাজরা সহ্য করতে পারে না।

একটা জুজুর ভয় দেখিয়ে মানুষকে বিভ্রান্ত করে রাখা। তবে হ্যাঁ, মন্ত্রীর ওই কথাটাকে এক হিসেবে আমলে নেয়া যেতে পারে। চল্লিশ বছর পর আজকের প্রেক্ষিতে যদি স্বাধীনতার পক্ষের আর স্বাধীনতার বিপক্ষের শক্তি হিসেবে জাতিকে দুই ভাগ করা হয়, দেখতে হবে কারা কারা তারা! সৈয়দ আশরাফ সাহেবদের প্রতি অনুরোধ, ’৭১-এ স্বাধীনতার পক্ষের শক্তি ছিলেন, চল্লিশ বছর পর আজ স্বাধীনতার বিরুদ্ধ শক্তির ‘ভাগ’-এ শামিল হবেন না। অন্য কোনো দেশ নয় বাংলাদেশকে আপন দেশ ভাবতে শিখুন, ভারতকে নয় বাংলাদেশের মানুষকে বন্ধু ভাবুন। CLIK THIS LINK ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।