আমাদের কথা খুঁজে নিন

   

Bear Grylls - The stories, The danger.... The MAN.

Sometimes people deserve to have their faith rewarded. Discovery channel এর জনপ্রিয় অনুষ্ঠান Man vs Wild এর presenter Bear Grylls. একই অনুষ্ঠান United Kingdom এ Born Survivor নামেও পরিচিত। পুরো নামঃ Edward Michael "Bear" Grylls। জন্মঃ ৭ জুন, ১৯৭৪( United Kingdom) পেশাঃ লেখক,টেলিভিশান প্রেসেন্টার, চিফ স্কাউট ...। মাত্র ৮বছর বয়স এই বিয়ার এর বাবা বিয়ারকে, তারা যেই দ্বীপটিতে থাকতো সেখানকার পাহাড়ে চড়তে শেখানো শুরু করেন। ছোট্ট বিয়ারের রুমের দেয়াল মাউন্ট এভারেস্ট এর পোস্টার দিয়ে ঢাকা ছিল।

১৬ মে,১৯৯৮ সালে বিয়ার মাত্র ২৩ বছর বয়সে সর্বকনিষ্ঠ ইংরেজ হিসেবে এভারেস্তে পা রেখে বিশ্বরেকর্ড গড়েন। মার্চ ,১৯৯৭ তে বিয়ার ব্রিটিশ আর্মি তে যোগদান করেন। এর আগে ৩ বছর তিনি ব্রিটিশ এয়ার ফোর্সে ছিলেন । ২০০৪ সালে তিনি Lieutenant Commander সম্মানে ভূষিত হন। Escape to the Legion ঃ ২০০৫ সালে, বিয়ার প্রথম তার টিভি শো Escape to the Legion হাজির করেন।

৪ পর্বের এই শো তে বিয়ার ছাড়াও আরও ১১জন সাহারা মরুভুমিতে টিকে থাকা নিয়ে শুটিং করেন । Born Survivor / Man vs. Wild ঃ ২০০৬ সালে বিয়ার প্রথম জনপ্রিয় টিভি সিরিজ Man vs. Wild শুরু করেন । এই সিরিজ এর বর্তমান দর্শক সংখ্যা ১.২ বিলিওনের ও বেশি। বিশ্বের বিভিন্ন দেশে প্রতিকূল পরিবেশে এই সিরিজের ৬৮ টি এপিসোড বের হয়েছে। এ ছাড়াও Man vs Wild-Worst Case Scenario এর ১২ টি এপিসোড বের হয়েছে।

Man vs Wild এর trailer দেখুন নিচেঃ ১৭ মে,২০০৯ সালে বিশ্বের ২৮ মিলিয়ন স্কাউটদের মধ্যে বিয়ারকে চিফ হিসেবে ঘোষণা করা হয়। তিনিই এই পর্যন্ত সর্বকনিষ্ঠ চিফ স্কাউট হিসেবে নিয়োগ পেলেন। এছাড়াও বিয়ার ১০ টি বই লিখেছেন । বই গুলোর মধ্যে Mud Sweat & Tears. বইটি বেস্ট সেলার। ব্যক্তিগত জীবনে বিয়ার তিন সন্তানের বাবা।

২০০০ সালে তিনি Shara Grylls কে বিয়ে করেন । Bear Grylls এর পার্সোনাল ওয়েব সাইট এ ভিসিট করতে ক্লিক করুন এখানে ভালো লাগলে ধন্যবাদ জানাইতে ভুইলেন না। সবাইকে পড়ার জন্য ধন্যবাদ।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।