আমাদের কথা খুঁজে নিন

   

সিরিয়ার রেড ক্রিসেন্টের উপপ্রধান সন্ত্রাসী হামলায় নিহত : আন্তর্জাতিক রেড ক্রস কমিটির(ICRC) নিন্দা

অন্তহীন আমাদের পথচলা,জীবনের বাঁকে-বাঁকে গতির পরিবর্তন। আর চাওয়া - পাওয়ার অসম সমীকরণ। এই নিয়েই আমাদের জীবন সিরিয়ার আরব রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব আব্দুর রাজ্জাক জেবেরো সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন। দেশটির রেড ক্রিসেন্ট বলেছে, জেবেরো সিরিয়ার রাজধানী দামেস্ক থেকে ইদলিব যাওয়ার পথে মাথায় গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান। সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা জানিয়েছে, দামেস্ক-ইদলিব মহাসড়কে শেকুইন এলাকায় সন্ত্রাসীরা মেশিন-গান দিয়ে তার মাথায় গুলি চালায়।

গুরুতর আহত অব্স্থায় হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়। আন্তর্জাতিক রেডক্রস কমিটি বা আইসিআরসি আব্দুর রাজ্জাক জেবেরো'র নিহত হওয়ার খবর নিশ্চিত করে এর কঠোর নিন্দা জানিয়েছে। আইসিআরসি'র নিকট ও মধ্যপ্রাচ্য বিষয়ক অপারেশন্স বিভাগের প্রধান বিটরিস মেগেভান্দ-রোগো জেনেভায় বলেছেন, তাদের কাছে কিছুক্ষণ আগে এ খবর এসে পৌঁছেছে এবং গোটা পরিস্থিতি এখনো তাদের কাছে পরিষ্কার নয়। সিরিয়ায় স্বাস্থ্যকর্মীদের ওপর হামলার ঘটনা মারাত্মক উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে বলেও তিনি উল্লেখ করেন। আব্দুর রাজ্জাক জেবেরো সিরিয়ায় আরব রেড ক্রিসেন্টের মহাসচিবের দায়িত্ব পালনের পাশাপাশি ইদলিব রেড ক্রিসেন্টের প্রধান ছিলেন।

১০ মাস আগে সিরিয়ায় সহিংসতা শুরু হওয়ার পর এ নিয়ে দেশটিতে রেড ক্রিসেন্টের দুই কর্মী নিহত হলেন। গত সেপ্টেম্বরে সিরিয়ার মধ্যাঞ্চলীয় শহর হোমসে আরব রেড ক্রিসেন্টের একজন স্বেচ্ছাসেবী নিহত হয়েছিলেন। সশস্ত্র দুর্বৃত্তরা একটি অ্যাম্বুলেসে হামলা চালালে একজন নিহত হওয়া ছাড়াও অপর চার স্বেচ্ছাসেবী আহত হন। মূল লেখার লিংকঃ Click This Link ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.