আমাদের কথা খুঁজে নিন

   

চট্টগ্রামে মাদ্রাসায় অভিযান, ৪ শিবিরকর্মী আটক

বুধবার বিকালে নগরীর চন্দনপুরা এলাকায় দারুল উলুম আলিয়া মাদ্রাসায় এ অভিযান চালানো হয়।
এ সময় মাদ্রাসা থেকে যুদ্ধাপরাধীদের মুক্তির দাবি সম্বলিত জামায়াত ইসলামীর বিভিন্ন ধরনের পোস্টার, হেফাজতে ইসলামের প্রচারপত্র, বোতল ভর্তি কয়েক লিটার পেট্রোল ও লঠিসোটা উদ্ধার করে পুলিশ।
অভিযানে আটক নজরুল ইসলাম (২২), শাহাদাত হোসেন (২০), আরিফ হাসান (১৬), আইয়ূব আলী (২১) মাদ্রাসার বিভিন্ন বিভাগের শিক্ষার্থী।
এদের মধ্যে নজরুল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আরবি বিভাগের দ্বিতীয় বর্ষেরর শিক্ষার্থী  বলে দাবি করেন। পুলিশ বলেছে, এরা সবাই ছাত্র শিবিরের কর্মী।


চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে নাশকতা ও মঙ্গলবার সুবর্ণ এক্সপ্রেস ট্রেনে আগুন দেয়াসহ বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ওই মাদ্রাসায় অভিযান চালানো হয় বলে পুলিশ জানিয়েছে। বিকাল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দেড় ঘণ্টাব্যাপী এ অভিযানে গোয়েন্দা পুলিশসহ দুই শতাধিক পুলিশ অংশ নেয়।
অবশ্য চারতলা এই আবাসিক মাদ্রাসায় অভিযানের সময় শিক্ষার্থীদের উপস্থিতি ছিল খুবই কম।
নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) মোস্তাক আহমেদ সাংবাদিকদের জানান, নগরীতে বড় ধরনের নাশকতা ঘটাতে বহিরাগতরা মাদ্রাসায় অবস্থান নিয়েছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়।
আটক ছাত্রদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়া হচ্ছে বলেও জানান তিনি।


সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.