আমাদের কথা খুঁজে নিন

   

ঘন্টাখানেক আগে প্রকাশ্য দিবালোকে বাসার সামনে বীভৎসভাবে একজনকে খুন করা হল!

সকাল ১১টার ঘটনা। পিসিতে বসে কাজ করছি হঠাৎ অনেক মানুষের শোরগোল শুনে জানালা দিয়ে তাকাতেই দেখি ছুরি-চাপাতি হাতে কয়েকজন মানুষ আরেকজন কে ধাওয়া করছে। দোকানদারসহ আশে পাশের মানুষ উঠে যাবার আগেই কাজ শেষ! শুধু বুকেই প্রায় ২০বারের ও বেশি ছুরিকাঘাত করা হয়েছে। একটা মানুষের জীবন এতই ঠুনকো! মানুষটা চা খেয়ে উঠে যাবার সাথে সাথেই তাকে ধাওয়া করে পাশ্ববর্তী বেগম কম্যুনিটি সেন্টারের পিছনে নিয়ে গিয়ে বীভৎসভাবে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে প্রকাশ্য দিবালোকে! তাও সবার সামনেই! সে আমার কেউ ছিলনা , কিন্তু একটা মানুষের জীবন এতটা ঠুনকো হয় কেমনে সেটাই বুঝে আসছে নাহ! বাবা-মা-প্রেমিকা সহ কতজনের ভালোবাসা পেয়ে একটা মানুষ বেড়ে ওঠে... আর সেই ভালবাসার মানুষ টিকে কেউ বীভৎসভাবে খুন করে সেটা মেনে নেওয়া টা কষ্টকর। তার মত অবস্থা একদিন হয়ত আপনার বা আমার ও হতে পারে। খুব ই খারাপ লাগছে... কাজ শেষ হবার পর যথারীতি পুলিশের আগমন... ধর-পাকড় চলছে। খুব জানতে ইচ্ছা করে- পুলিশ কি সারাটা জীবন ই দূর্ঘটনা ঘটার পরেই আসবে?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।