আমাদের কথা খুঁজে নিন

   

ছি! ছি!! মিশরীও জনগন তোমরা গনতন্ত্রে, বাক স্বাধীনতার গলা টিপে ধরলে?!! ছি! ছি!! ছি!!!

আমার লেখা পড়ে.................. সাংবাদিক কারে বলে?! পত্রিকায় রির্পোট লিখলে, রির্পোট দিলে, সম্পাদনা করলেই তিনি কি সাংবাদিক? সাংবাদিকরা অন্যায় আচরন, পরিচয়ের অপব্যাবহার করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা নিলেই কি স্বাধীন মত প্রকাশের বিরোধীতা করা হয়?! গণতন্ত্রের গলা টিপে ধরা হয়?! ১৯৭১ সালে সংগ্রাম পত্রিকার সাংবাদিকরাও সাংবাদিক আর বস্তু নিষ্ঠ খবর প্রকাশ করা দেশী-বিদেশী সাংবাদিকরাও সাংবাদিক ! আমার দেশ পত্রিকা ইচ্ছাকৃত, ভুয়া , মিথ্যা খবর প্রকাশ করে এ দেশের সরল, ধর্মপ্রাণ মানুষকে উত্তেজিত করিয়ে কম ধ্বংসযজ্ঞ চালায় নি । অনেকগুলো মৃত্যুর কারণ বুয়েট পাশ সম্পাদক মাহমুদুর রহমান । মাহমুদুর রহমানের নেতাদের দাবী অনুযায়ী যদি এ দেশে ব্লাসফেমী আইন থাকতো তবে মক্কা শরীফের গেলাপের এডিট করা ছবির কারণে তার কয়েকবার ফাসি হতো । মাহমুদুর রহমানকে সরকার দেরী করে গ্রেপতার করার কারণে ক্ষয়-ক্ষতি, প্রাণহানী বেড়েছে অনেক । তারপর তাকে গ্রেপতার করার পর সাংবাদিক ভাইবোনদের অনেকেই ক্ষোভে ফেটে পড়েন । তারা কি চান? তারা একটা কাজ করতে পারেন, তা হলো জাতীয় সংসদে আইন পাশ করার দাবী তুলতে পারেন, যে তারা যাই করুক না কেন, খুন, হত্যা, ধ্বংসযজ্ঞ তাতেও তাদেরকে আইনের আওতায় আনা যাবে না। জনগন কিন্তু অত জ্ঞানী না , যার প্রমাণ পাওয়া গেল মিশরে । মিশরীয়রা ভুল, অসত্য, বানোয়াট তথ্য বানানো ও প্রচারের কারণে আল জাজিরার সাংবাদিকদের আড়ং ধোলাই দিয়েছে । আলজাজিরার অফিস পুড়িয়ে দিশে । ছি! মিশরীও জনগন তোমরা গনতন্ত্রে, বাক স্বাধীনতার গলা টিপে ধরলে?!! ছি! ছি!! ছি!!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।