আমাদের কথা খুঁজে নিন

   

সড়ক দূর্ঘটনায় অকাল মৃত্যু কি অনিয়ন্ত্রিতভাবে হোতেই থাকবে ।।। আজ মৃত্যু যেন এক সহনীয় বিষয় এবং বিবেককে তাড়িত করেনা ।।।

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি বাস খাদে পড়ে ১৪ আনসার সদস্য আহত হয়েছেন। নারায়ণগঞ্জের কাঁচপুর সেতুর রেলিং ভেঙে গাড়ি ঢালে পড়ে আহত হয়েছেন ২ সেনা সদস্য। কাঁচপুর হাইওয়ে পুলিশের ওসি ইমতিয়াজ আহম্মেদ জানান, সেনাবাহিনীর কয়েকটি গাড়ি বৃহস্পতিবার ভোরে ঢাকা ক্যান্টনমেন্ট থেকে খাগড়াছড়ি যাচ্ছিল। ভোর সাড়ে ৬টায় কাঁচপুর সেতু অতিক্রম করার সময় বহরের একটি ওয়াটার ট্যাংকারের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে গাড়িটি সেতুর পূর্ব দিকের ডান পাশের লেনের রেলিং ভেঙে নিচে পড়ে যায়।

এতে ওই গাড়িতে থাকা ল্যান্স কর্পোরাল খলিল ও ল্যান্স কর্পোরাল আনোয়ার হোসেন আহত হন। তাদের ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) পাঠানো হয়েছে বলে ওসি ইমতিয়াজ জানান। ঢাকা ক্যান্টমেন্টের ১৩ মিলিটারি পুলিশ (এমপি) ইউনিটের ক্যাপ্টেন মাহমুদ জানান, খাগড়াছড়ি ৫ ফিল্ড এ্যাম্বুলেন্সের একটি ইউনিটের ৩ টনি দুটি ওয়াটার ট্যাংকার ট্রাক ও একটি এ্যাম্বুলেন্স ছিল ওই বহরে। “এর মধ্যে বহরের সামনে থাকা ওয়াটার ট্যাংকারটি রেলিং ভেঙে নিচে পড়ে যায়। গাড়ির সামনের অংশ দুমচে মুচড়ে গেছে”, বলেন ক্যাপ্টেন মাহমুদ।

এদিকে চট্টগ্রামের মিরসরাইয়ের বড় দারগাহাটে আনসার সদস্যদের বহনকারী একটি বাস দুর্ঘটনায় পড়ে আহত হয়েছেন ১৪ জন। মিরসরাই জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট রফিক আহমেদ মজুমদার জানান, ভোর সাড়ে ৪টার দিকে বড়দারগাহাট রংধনু পেট্রোল পাম্পের সামনে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ১৪ জন আহত হন। আহত আনসার সদস্যরা হলেন- মোস্তফা (৪০), আবদুল কাদের (৪০), রফিকুল (৪৫), হাবিব (৫০), আবদুল আলী (৫০), সাইফুল ইসলাম (৪০), জয়নাল (৪৫), সেলিম (৩০), তাহের (২৮), সিদ্দিকুর রহমান (৪০), শাহ আলম (৩০), রশিদ (৪৫), আবদুল আজিজ (৪৫) ও সোলায়মান (৩৫)। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাসটি নেত্রকোনা থেকে রঙামাটির বরইছড়িতে যাচ্ছিল বলে সার্জেন্ট রফিক জানান। Click Here ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।