আমাদের কথা খুঁজে নিন

   

এই ধরো হাত এই পৃথিবীর // আবদুল্লাহ-আল-মাসুম

এই ধরো হাত এই পৃথিবীর এই তো এলে সবে- তোমার সঙ্গে কদিন বাদে ফুলের কথা হবে। কথা হবে প্রজাপতি এবং পাখির সাথে- রোদের ঝিলিক উঠবে ফুটে উপরে গজ দাঁতে। হাসি বলছে তুমি হবে বিশ্বখ্যাত কেউ- সবার মনে চেয়ে দেখো কী আমোদের ঢেউ। দেখো দেখো হাসছে সবাই তোমায় পেয়ে কাছে- এই দুষ্টু, কদিন পরেই উঠবে তুমি গাছে ? মা কিন্তু বকে দেবে নানু দেবে মার ! সবাই জানে তুমি আল্লাহর মিষ্টি উপহার। দাদুর কাছে কলম আছে খাতা কোথায় ,ঐ ? বাবা গেছেন নবাব হাটে আনবে কিনে বই। মাকে এনে দিয়ো তুমি সাত রাজারই ধন- তুমি হবে নয়ন- মণি জুগিয়ে সবার মন। নেচে উঠুক তোমার জন্য এই পৃথিবীর বায়ু- হাজার বছর বেঁচে থাকো নিয়ে পরমায়ু। আজ ২৫ তারিখ জন্ম গ্রহণ করে আমার ছোট বোনের প্রথম সন্তান , আমাদের পরিবারের প্রথম শিশু আয়মান জাহিদ। আমার দোয়া এবং সকলের দোয়া প্রার্থী।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।