আমাদের কথা খুঁজে নিন

   

চিড়িয়াখানা দর্শন

গত কিছুদিন আগে ঘুরে এলাম ঢাকার মিরপুরের চিড়িয়াখানা। খুব সুন্দর লাগলো। নানা রকম পশুপাখি ঘুরে ঘুরে দেখলাম খুবই আনন্দ লাগলো। অনেক হাঁটা হাঁটি করে যখন ক্লান্ত হয়ে পড়লাম তখন বসে পড়লাম একটি গাছের ছায়ায়। ভবতে লাগলাম সম্পূর্ন কি দেখতে পেরেছি।

চিড়িয়াখানা প্রবেশের পর রাস্তা দিয়ে হাঁটলে সমনেই পড়ে চিড়িয়াখানার মানচিত্র অনেকক্ষন দাঁড়িয়ে মানচিত্রটি পর্যবেক্ষন করলাম সেই সাথে মনে রাখার চেষ্টা করলাম। ডানদিকেই রয়েছে বানরের খাঁচা। বানরের খাঁচার কাছে সময় কাটালাম অনেকক্ষন। বানরের কর্মকান্ড দেথতে দেখতেই ভূলে গেলাম অর্ধেক মানচিত্র আর বাকিটুকু ভুললাম অন্যান্য জীবজন্তু দেখে এবং হাঁটতে হাঁটতে ক্লান্তিতে। তখন মনে হল হাতে যদি একটা মানচিত্র থাকত তবে মানচিত্র দেখে দেখে হাটঁতাম আর টিক দিতাম যে এগুলো দেখা হয়েছে।

চিড়িয়াখানা কতৃপক্ষ ইচ্ছে করলে চিড়িয়াখানার মানচিত্র সম্বলিত টিকিট ছাপাতে পারে। টিকিটের একপিঠে থাকবে মানচিত্র এবং অন্য পিঠে থাকবে মূল্য ও গুরুত্বপূর্ণ তথ্যাবলী। এতে টিকিট ছাপানোর ব্যয় তেমন বাড়বেনা, বাড়লেও তা যৎসামান্য। প্রতি বছর বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষাসফরের জন্য নির্ধারন করে চিড়িয়াখানা,বোটানিক্যাল গার্ডেন. জাতীয় জাদুঘর, শিশুপার্ক, ন্যাশনালর্পাক ইত্যাদি। তাই মানচিত্র সংবলিত টিকিট ছাপালে ছাত্রছাত্রীরা শিক্ষাসফরের সাথে সাথে মানচিত্রের সাহায্যে কোন জায়গা বের করার এডভেঞ্চারমূলক শিক্ষাও পাবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।